অপেশাদার, জঘন্য পারফরম্যান্স- WI হারতেই রাগ উগড়ে দিলেন ত্রিনিদাদ প্রধানমন্ত্রী
শুভব্রত মুখার্জি: জিম্বাবোয়েতে চলতি বিশ্বকাপের কোয়ালিফায়ারের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় ইতিমধ্যেই ব্যাকফুটে চলে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। অবস্থা এমন যে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ আদৌও কোয়ালিফাই করবে কিনা তা নিয়েই চলছে জোর জল্পনা। আর এর জন্য দায়ী ক্যারিবিয়ান দলের অত্যন্ত খারাপ পারফরম্যান্স। জিম্বাবোয়ের বিরুদ্ধে হারের পর নেদারল্যান্ডসের কাছেও লজ্জার হার হারতে হয় তাদের। ৩৭৪ রানের বিরাট স্কোর করেও তারা ম্যাচ জিততে পারেনি। সুপার ওভারে ম্যাচ টেনে নিয়ে গিয়ে একাই ক্যারিবিয়ানদের হারিয়ে দেন লোগান ভ্যান বিক। এই ম্যাচে হার জটিল করে দিয়েছে ক্যারিবিয়ানদের মূলপর্বে যাওয়ার অঙ্ককে। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলে নিজের হতাশা,ক্ষোভ উগড়ে দিয়েছেন ত্রিনিদাদ টোবাগোর প্রধানমন্ত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘আমি ওয়েস্ট ইন্ডিজের এত খারাপ ম্যাচ এর আগে আর দেখিনি!’
প্রধানমন্ত্রী ডক্টর কিথ রাউলি তাঁর ফেসবুকে লেখেন, ‘আমি আমার জীবনে ওয়েস্ট ইন্ডিজের সবথেকে খারাপ ম্যাচটা (নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ালিফায়ারের হার) দেখলাম। এই ধরনের অপেশাদার মানসিকভাবে ভেঙে দেওয়া লজ্জাজনক পারফরম্যান্স এবার থামাতেই হবে। ওয়েস্ট ইন্ডিজের মধ্যে লড়াই করার ইচ্ছাটা প্রয়োজন। আত্মবিশ্বাস প্রয়োজন যে আমরাও জিততে পারি। ম্যাচের পর ম্যাচ এইভাবে হার মেনে নেওয়া যায় না। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলাটা গর্বের বিষয়। সেটাকে উপভোগ করতে হবে।আমাদের ঐতিহ্যকে রক্ষা করাটা তাদের দায়িত্ব। আর এটা যারা করতে পারবে না তাদের দেশের এই জার্সিটাই পরা উচিত না। এই সমস্যা একদিনের নয়। গত দুই দশক ধরে ধীরে ধীরে এই সমস্যা দানা বেঁধেছে। সময় এসেছে গুরুত্ব দিয়ে এই সমস্যা সমাধানের।’
১৯৯০ সালের পর থেকেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ধীরে ধীরে অবক্ষয়ের দিকে এগিয়ে গিয়েছে। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে তাদের পারফরম্যান্স ধীরে ধীরে খারাপের দিকে এগিয়ে গিয়েছে। চলতি বিশ্বকাপের কোয়ালিফায়ারের ম্যাচে সেই অধঃপতন চরম সীমাতে পৌঁছেছে। নেদারল্যান্ডস ম্যাচে ৩৭৪ রান করে ক্যারিবিয়ানরা। ৩৭৪ রান করে ম্যাচ টাই করে নেদারল্যান্ডস। সুপার ওভারে গড়ায় ম্যাচ। সেখানে জেসন হোল্ডারের এক ওভারে ৩০ রান নেন লোগান ভ্যান বিক। যার জবাবে মাত্র ৮ রান করতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে লজ্জার হারের সম্মুখীন হতে হয় তাদের।
For all the latest Sports News Click Here