অপেক্ষার অবসান! কবে থেকে শুরু হবে মেয়েদের IPL, আপডেট দিলেন BCCI সভাপতি সৌরভ
আইপিএল চলছে রমরমিয়ে। তবে সবার প্রশ্ন, মেয়েদের পূর্ণাঙ্গ ইন্ডিয়ান প্রিমিয়র লিগ শুরু হবে কবে থেকে? বিসিসিআই আইপিএলের পাশাপাশি তিন বছর মেয়েদের তিন দলের টি-২০ চ্যালেঞ্জ আয়োজন করেছে। তবে তাও নিয়মিত নয়।
বিগ ব্যাশের পাশাপাশি অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশ আয়োজিত হয়। ইংল্যান্ড ছেলেদের পাশাপাশি মেয়েদের দ্য হান্ড্রেড আয়োজন করে। দু’টি টুর্নামেন্টেই ভারতের মহিলা ক্রিকেটাররা শুধু অংশ নেন এমন নয়, বরং দুরন্ত পারফর্ম্যান্স উপহার দেন। গত মহিলা বিগ ব্যাশে রেকর্ড সংখ্যক ভারতীয় ক্রিকেটার অংশ নিয়েছেন।
স্বাভাবিকভাবেই শুধু ভারতীয় ক্রিকেটমহলেরই নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটমহলেরও প্রশ্নের মুখে পড়তে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডকে। মেয়েদের আইপিএল শুরু করা নিয়ে সরাসরি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে তদ্বির করতে দেখা যায় প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনকেও। অবশেষে মেয়েদের আইপিএল নিয়ে ইতিবাচক সংকেত দিলেন সৌরভ।
পিটিআইয়ের সাক্ষাত্কারে বিসিসিআই সভাপতি ইঙ্গিত দেন, আগামী বছরেই শুরু হতে পারে মেয়েদের পৃথক ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। সেই সঙ্গে বোর্ড সভাপতি এও জানান যে, করোনার জন্য গত বছর মেয়েদের টি-২০ চ্যালেঞ্জ আয়োজন করা যায় নি। তবে এবার যথারীতি মেয়েদের টি-২০ চ্যালেঞ্জ আয়োজিত হবে ছেলেদের আইপিএলের প্লে-অফ সপ্তাহে।
সৌরভ বলেন, ‘এবছর মে মাসে মেয়েদের টি-২০ চ্যালেঞ্জ ফিরতে চলেছে। আশা করি ভবিষ্যতে মহিলা ক্রিকেটারদের সংখ্যা বাড়লে বড় করে মেয়েদের আইপিএল আয়োজন করতে পারব। আপাতত এবছর মেয়েদের টি-২০ চ্যালেঞ্জ আয়োজিত হবে ছেলেদের প্লে-অফের সময়।’
বোর্ড সভাপতি আরও বলেন, ‘আমরা এই মুহূর্তে মেয়েদের পূর্ণাঙ্গ আইপিএল আয়োজনের তোড়জোড়ের পর্যায়ে রয়েছি। মেয়েদের পূর্ণাঙ্গ আইপিএল নিশ্চিতভাবেই আয়োজিত হবে। আমার দৃঢ় বিশ্বাস পরের বছর থেকেই সেটা শুরু হতে পারে। ২০২৩-ই মেয়েদের আইপিএল শুরুর যথাযথ সময় হতে পারে, যেটা ছেলেদের আইপিএলের মতো বড় এ সফল্যময় হবে।’
For all the latest Sports News Click Here