অপলক দৃষ্টিতে সৌমিতৃষার দিকে তাকিয়ে দেব, নতুন জুটির রসায়নে মুগ্ধ মিঠাই ভক্তরা!
‘প্রধান’ ছবিতে দেবের নায়িকা হচ্ছেন ‘মিঠাই’ সৌমিতৃষা। সিরিয়াল শেষ হওয়ার আগেই এই খবর সামনে এসেছিল। কেরিয়ারের এত বড় ব্রেক নিয়ে উত্তেজিত সৌমিতৃষা, তবে কটাক্ষ কম শুনতে হয়নি মিঠাইরানিকে। অনেকেই ব্যঙ্গ করে বলেছিল, ‘দেবের সঙ্গে একদম মানাবে না সৌমিতৃষাকে’। অনেকে ‘বেঁটে নায়িকা’ বলেও তুলোধনা করেছিল অভিনেত্রীকে। তবে এদিন নিন্দকদের মুখে ঝামা ঘষে দিল মিঠাই ভক্তরা।
সম্প্রতি এক অ্যাওয়ার্ড সেরেমানির মঞ্চে এক ছাদের নীচে হাজির ছিল ‘প্রধান’ জুটি। এক কাঁধখোলা থাই চেরা লাল গাউনে মোহময়ী সৌমিতৃষা, অন্যদিকে নীল স্ট্রাইপ দেওয়া ফর্ম্যাল শার্ট আর কালো ব্লেজার আর প্যান্টে হ্যান্ডসাম হাঙ্ক দেব। অনুষ্ঠানে সেরা টেলিভিশন অভিনেত্রীর পুরস্কার পান সৌমিতৃষা, অন্যদিকে অ্যাওয়ার্ড প্রেসেন্টার বা উপস্থাপক হিসাবে হাজির ছিলেন দেব। অনুষ্ঠানের ফাঁকে একান্ত আলাপচারিতায় পাওয়া গেল আসন্ন অনস্ক্রিন জুটিকে।
সৌমিতৃষার কাঁধে দেবের হাত, অপলক দৃষ্টিতে পরস্পরের দিকে তাকিয়ে চলছে গল্প-গুজব। দুজনের মুখেই হাসির ঝলক। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের বেশকিছু মুহূর্তের কোলাজ শেয়ার করে নিয়েছেন সৌমিতৃষা, সেখানেই ধরা পড়েছে এই ঝলক।
ফ্যানেরা উচ্ছ্বসিত ‘প্রধান’ জুটির এই রসায়ন দেখে। এক সৌমিতৃষা ভক্ত লেখেন- ‘এক বালতি সমবেদনা, যারা ভেবেছিল দেব-সৌমিতৃষার মধ্যে অনস্ক্রিন কেমিস্ট্রি দেখা যাবে না’। অপর একজন লেখেন, ‘উফ! দেবের পাশে কী সুন্দর মানিয়েছে আমাদের মিঠারানিকে, শীত তো জমে ক্ষীর’।
দেবের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে প্রচণ্ড এক্সাইটেড সৌমিতৃষা। এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘এটা আমার প্রথম ছবি, তাই আমি ভীষণ খুশি। অতনু স্যার (অতনু রায়চৌধুরী), অভিজিৎ স্যার (অভিজিৎ সেন) দেবদা (দেব), সকলেই ভীষণ ভালো, ট্যালেন্টেড মানুষ, ওঁদের নিয়ে আমি কীই বা বলতে পারি। এটা আমার কাছে আশীর্বাদ। অগস্ট থেকে ছবির শ্যুটিং শুরু হবে। শ্যুট হবে নর্থ বেঙ্গলে।’ আর ছবিতে সুযোগ পাওয়া নিয়ে তৈরি হওয়া নেতিবাচকতাকে পাত্তা দিতে না-রাজ মিঠাইরানি। তাঁর কথায়, ‘ট্রোল হচ্ছে, কথা হচ্ছে মানে বুঝতে হবে আমি ভালো কাজ করছি। কাজ করলে তবেই তো আলোচনা হয়। তাই চাপ নিই না। বরং আলোচনা হচ্ছে যখন ভালোই হচ্ছে বলব’।
‘প্রজাপতি’ খ্যাত পরিচালক অভিজিৎ সেনের এই ছবিতে দেব-সৌমিতৃষা ছাড়াও থাকছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, টনিক ত্রয়ীর রি-ইউনিয়ন ধরা পড়বে এই ছবিতে। পরিচালকের কথায়, আদ্যপান্ত ফ্যামিলি ড্রামা এই ছবি। দেব-সৌমিতৃষা জুটির রসায়ন কতটা দাগ কাটবে সেটাই এখন দেখার। সব ঠিক থাকলে ক্রিসমাসে মুক্তি পাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও বেঙ্গল টকিস প্রযোজিত ‘প্রধান’।
For all the latest entertainment News Click Here