অপরাজিত আঢ্যর জন্মদিন, পঞ্চব্যঞ্জনে জমল দিনটা
সুপারস্টার লক্ষ্মী কাকিমার সুপার হিট জন্মদিন! বুধবার ৪৫ বছরে পা দিলেন অভিনেত্রী। ছোট পর্দা হোক বা বড় পর্দা সবাই যাঁর অভিনয়ে মুগ্ধ সেই অপরাজিতা আঢ্যর আজ জন্মদিন। বাড়িতেই জমিয়ে উদযাপন করলেন তিনি এই দিনটির।
নিজের মতামত অকপটে বলা হোক, বা তাঁর ব্যবহারের কারণে, অনস্ক্রিন অভিনয় হোক বা অফ স্ক্রিন কাজ সমস্ত ভাবেই তিনি সকলের ভীষণ প্রিয়। তাঁকে ছোট পর্দা, বড় পর্দা দুই জায়গাতেই দেখা যায়, দাপিয়ে অভিনয় করছেন তিনি এখন সমস্ত মাধ্যমেই। কখনও সখনও শর্ট ফিল্মেও অভিনয় করে থাকেন তিনি। এ হেন জনপ্রিয় অভিনেত্রীর ৪৫ তম জন্মদিন ছিল ২২ ফেব্রুয়ারি।
জন্মদিনটি অভিনেত্রী তাঁর বাড়িতেই কাটান। এদিন শাড়ি পরে বাড়ির খাবার খেয়েই উদযাপন করেন দিনটি। দুপুরে আর চারটে বাঙালি বাড়ির মতোই পঞ্চব্যঞ্জন দিয়ে জন্মদিনের ভোজ সারেন। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের কিছু টুকরো ছবিও পোস্ট করেন তিনি।
এই ছবিগুলো পোস্ট করেন অপরাজিতা লেখেন, ‘জীবনের এই দিনটি সত্যি সত্যি রঙিন।’ তাঁর পোস্ট করা ছবিতে তাঁকে একটি নীল রঙের শাড়িতে দেখা যায় সঙ্গে ছিল ম্যাচ করা ব্লাউজ। খোলা চুলে ডালিয়া ফুল লাগাতেও ভোলেন না অভিনেত্রী। সুন্দর সেজে কেক কাটেন।
তাঁর এদিনের মধ্যাহ্নভোজের মেনুতে ছিল ভাত, ডাল, উচ্ছে ভাজা, শাক, বেগুন ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, দুই রকমের সবজি, চিংড়ি মালাইকারি, চিংড়ির ঝাল, রুই মাছের কালিয়া, আম চাটনি এবং পায়েস। খাবার থালার পাশে ধান-ধুব্ব দেখা যায়।
অনেকেই তাঁর পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানান। সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়।’ বাকিরা জন্মদিনের শুভেচ্ছা বার্তায় তাঁর পোস্ট ভরিয়ে তুলেছেন।
কাজের ক্ষেত্রে তাঁকে শেষ লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে দেখা গিয়েছিল। সিরিয়ালটি কিছুদিন আগেই শেষ হয়েছে।
For all the latest entertainment News Click Here