‘অপরাজিত’য় নাকি ‘এক বালতি দুধে একটু চোনা’ আছে! ছবির দৃশ্য নিয়ে নেটমাধ্যমে ঝড়
‘অপরাজিত’ ছবিটি নিয়ে আবার আর এক দফা বিতর্ক শুরু হল। এর আগে রাজনৈতিক কারণে এই ছবি নিয়ে জটিলতা হয়। এবার জটিলতার কারণ অবশ্য অন্য। ছবির একটি দৃশ্য।
কী আছে সেই দৃশ্যে? সেখানে দেখা গিয়েছে, ছবির কেন্দ্রীয় চরিত্র অপারজিত রায় স্বপ্নে তাঁর শৈশব এবং রবীন্দ্রনাথকে দেখছেন। অপারজিত রায়ের চরিত্রটি যে সত্যজিৎ রায়ের আদলে তৈরি, তা সকলেই জানেন। ফলত, এটা ধরে নেওয়াই যায়, সত্যজিৎ রায়ের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাতের ইঙ্গিতই দৃশ্যটিতে দিতে চেয়েছেন পরিচালক। আর সেখানেই বেধেছে গোল।
ছবির ওই দৃশ্য একটি স্থিরচিত্রের আদলে নির্মাণ করেছেন পরিচালক। যে ছবিটি বালক সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হিসাবে বেশ কয়েক বছর ধরেই ছড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই ছবিটি আদপেও বালক সত্যজিৎ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নয়। ছবিটি আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রানি এবং অনিল চন্দর ছেলে অভিজিৎ চন্দর। সেই প্রসঙ্গে ধরেই তৈরি হয়েছে জটলিতা। অনেকেই বলেছেন, অনীক দত্ত এত গবেশণার পরে এমন দৃশ্য কী করে নির্মাণ করলেন।
তবে এ নিয়ে অন্য ধরনের মতামতও রয়েছে। জনৈক লিখেছেন, ‘এটা নিয়ে অন্য মত আছে। পরিচালক বোঝাতে চাইছেন যে ছবিটা মিথ্যা। তাই অপরাজিত স্বপ্নে বারবার বলছে যে এমনটা স্ক্রিপ্টে ছিল না।’
তবে এ সবের পরেও বিতর্ক শেষ হয়নি। নানা জনে নানা মতামত ব্যক্ত করেছেন এর পরে। কেউ লিখেছেন, ‘একটা সময় ফেসবুকে এই ছবিটা নিয়ে কত বার যে কত মানুষের পোস্ট এ লিখেছি! অনীক দত্ত ও এত বড় ভুলটা করলেন!’ কেউ আবার লিখেছেন, ‘একদম ঠিক এক বালতি দুধে ওই টুকুর জন্য গোচোনা পড়লো। এইটা তো অনেকেই জানেন, তাও কি করে এই ভুল করলেন পরিচালক কে জানে!’
সব মিলিয়ে আবার এই ছবি নিয়ে উত্তেজিত নেটপাড়া।
For all the latest entertainment News Click Here