‘অন্ধেরি-কোলাবা নিয়েই ভারত নয়’, বলিউড ছবির ব্যর্থতার দায় কাদের ঘাড়ে দিলেন সলমন?
ইদে ফের একবার সলমন (Salman Khan) ধামাকা। ২১শে এপ্রিল মুক্তি পেতে চলেছে ভাইজানের আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই ছবির নাম ঘিরেই চর্চার শেষ নেই। ছবিতে ফের একবার সলমনোচিত মেজাজে ধরা দেবেন নায়ক। ধুমধাড়াক্কা, নাচা-গানা, অ্যাকশন-রোম্যান্স সব মশালা মজুত রয়েছে এই ছবিতে।
পর্দায় শেষবার ‘পাঠান’ ছবিতে দেখা মিলেছে সলমনের। তাঁর ক্যামিও ছিল ছবির অন্যতম হাইলাইট। ‘পাঠান’-এর সাফল্যে খুশি ভাইজান, তবে বলিউডে আজকাল ফ্লপ ছবির সংখ্যা বড্ড বেশি। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির এই বেহাল দশা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন টাইগার। ছবির ব্যর্থতার দায় মূলত পরিচালকদের ঘাড়েই ঠেলে দিলেন সলমন। ‘বেশি Cool’ সাজতে গিয়ে ‘আসল হিন্দুস্তান’কে বুঝেই উঠতে পারছেন না ফিল্মমেকাররা, দাবি সলমনের।
করোনা পরবর্তী সময়ে বলিউডে হিট ছবির সংখ্যা হাতে গোনা। ‘ভুল ভুলাইয়া ২’, ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১’, দৃশ্যম ২ এবং পাঠান ছাড়া সেভাবে সাফল্যের মুখ দেখেনি ইন্ডাস্ট্রি। সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল সলমন খানকে। দাবাং স্টাইলে অভিনেতার জবাব, ‘আমি অনেকদিন ধরে এটা বলে চলেছি আমাদের হিন্দি ছবি চলছে না। ভুলভাল ছবি বানালে সেটা চলবে কী করে?’ পরিচালকদের বোধবুদ্ধি নিয়ে প্রশ্ন তুলে অভিনেতা জানান, ‘ভারতে নিয়ে ওদের ধারণাটাই আলাদা। পরিচালকরা ভাবে অন্ধেরি থেকে কোলাবাতেই ভারত শেষ হয়ে যায়। আমি যে’সব পরিচালকদের সঙ্গে সাক্ষাৎ করি, তাঁরা ভীষণ কুল (Cool)। তাঁরা এমন কনটেন্ট বানায় যা অন্ধেরি-কোলাবার লোকে দেখে। আসল হিন্দুস্তানের ছবিটা অনেক আলাদা’।
সলমন খান আরও বলেন, ‘আশা করছি আমার এই মন্তব্য বিতর্ক না বাঁধিয়ে বসে। আমার উপরই পালটা প্রশ্নবাণ না ছুটে আসে, আমার আসন্ন ছবি ২১ তারিখ মুক্তি পাচ্ছে। আশা রাখছি দর্শক কিসি কা ভাই কিসি কি জান পছন্দ করবে’।
আরও পড়ুন-‘মেয় ফিরভি তুমকো চাহুঙ্গা..’, মঞ্চে অরিজিৎ, দর্শকাসন থেকেই গলা মেলালেন স্ত্রী, কোয়েল
মুখ্য চরিত্রে সলমনের শেষ ছবি ছিল ‘রাধে’ (২০২১)। যা মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। সেই দুঃস্বপ্ন ঝেড়ে ফেলে নতুন শুরুর প্রস্তুতিতে সলমন। ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ পূজা হেগড়ের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে সলমনকে। দুজনের অফস্ক্রিন রসায়ন নিয়েও জোরদার চর্চা বলিপাড়ায়। এই ছবিতে থাকছেন শেহনাজ গিল, পলক তিওয়ারিরাও। পাশাপাশি দক্ষিণী তারকা ভেঙ্কটেশ, জগাপতি বাবুদেরও দেখা মিলবে গুরুত্বপূর্ণ চরিত্রে।
For all the latest entertainment News Click Here