অন্তর্বাসে রিল বানিয়ে ভাইরাল ‘নিম ফুলের’ নবনীতা!আগে ছিল না ছোট পোশাক পরার অনুমতি
এই মুহূর্তে বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির চেনা মুখ নবনীতা মালাকার। জি বাংলার অন্যতন জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে এখন তিন্নি-র চরিত্রে দেখা যাচ্ছে নবনীতাকে। কিন্তু অভিনয় জগতে আসার রাস্তা মোটেই সহজ ছিল না ‘তিন্নি’র কাছে। জলপাইগুড়ি থেকে টলিগঞ্জের সফর পূরণ করতে অনেক ঝক্কি পোহাতে হয়েছে নবনীতাকে। আর অভিনয় কেরিয়ার শুরুর পরেও চ্যালেঞ্জ কম নয়। তাই তো শুরুতে খানিকটা অনিচ্ছা সত্ত্বেও ‘নিম ফুলের মধু’তে খল-চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলেন নবনীতা। কারণ তাঁর কাঁধে রয়েছে পুরো পরিবারকে দেখভালের দায়িত্ব। আরও পড়ুন-সংসারের পুরো দায়িত্বই কাঁধে, জলপাইগুড়িতে এক চালার বাড়িতে থাকেন ‘নিম ফুলের মধুর’ ‘তিন্নি’
পরিবারের একমাত্র রোজগেরে নবনীতা। ছোটবেলায় অনেক আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন। সম্প্রতি ‘ঘরে ঘরে জি বাংলা’র এপিসোডে দেখা মিলেছে নবনীতা ও তাঁর পরিবারের। জলপাইগুড়িতে এক চালা বাড়িতে বেড়ে উঠেছেন নবনীতা। এখন অবশ্য় নিজের পরিশ্রমের টাকায় বাবা-মা’র মাথায় ছাদ গড়ে দিয়েছেন তিন্নি।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয় নবনীতা। তাঁর রিল ভিডিয়োর ভিউ নিমেষেই পৌঁছে যায় এক লক্ষ মানুষের কাছে। কোনও ক্রপ টপ তো কখনও বিকিনি টপে সেক্সি অবতারে নিজেকে মেলে ধরেন নবনীতা। আবার কখনও শাড়িতেই মোহময়ী নবনীতা। ছোট থেকেই নাচ নিয়ে প্য়াশনেট অভিনেত্রী, নাচতে বেজায় ভালোবাসেন তিনি। নবনীতার নাচের রিল হু হু করে ভাইরাল হয়।
এখন পোশাক নিয়ে কোনওরকম প্রতিবন্ধকতা নেই, তবে যে পরিবেশে নবনীতা বেড়ে উঠেছিলেন সেখানে জিনস পরলেও নাক সিঁটকাতো লোকজন। হোস্ট অপরাজিতা আঢ্যকে অভিনেত্রী জানান, ‘অনেককিছু অসম্ভব ছিল। আমাদের এখানে ছোট জামা পড়া যেত না। কিন্তু আমার বাবা আমায় জিন্স কিনে দেন। অমর ঠাকুরদাদা আমায় ভীষণ ভালবাসতেন কিন্তু আমি সাইকেল চালাবো এগুলো ঠিক পছন্দ ছিল না। আমার বাবা কিন্তু আমায় সেই স্বাধীনতা দিয়েছিলেন।’
পারিপার্শ্বিক পরিস্থিতি যেমনই হোক না, নবনীতাকে শুরু থেকেই সাপোর্ট করেছেন তাঁর বাবা-মা। মেয়ের স্বপ্নপূরণের সফরে কোনওদিন বাধা দেননি তাঁরা। ‘নিম ফুলের মধু’র আগে ‘পুণ্যি পুকুর’, ‘মনসা’, ‘মহাপ্রভু শ্রীচৈতন্য়’, ‘মঙ্গলচণ্ডী’ সহ বহুু ধারাবাহিকে অভিনয় করেছেন জলপাইগুড়ির মেয়ে নবনীতা মালাকার।
সোশ্যাল মিডিয়া অভিনেতা সায়ক চক্রবর্তীর সঙ্গে তাঁর রসায়ন থাকে চর্চায়। যদিও বাস্তবে খুব ভালো বন্ধু সায়ক ও নবনীতা। একসঙ্গে প্রচুর ইনস্টাগ্রাম রিল ও ইউটিউব ভিডিয়োয় দেখা যায় তাঁদের। পর্দায় পর্ণার স্বামীকে কাড়তে নানান ষড়যন্ত্র করতে দেখা যায় তিন্নিকে। তবে পর্দার সৃজন-প্রিয়া বাস্তব জীবনে কি মন দিয়েছেন কাউকে? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা।
For all the latest entertainment News Click Here