অন্তঃসত্ত্বা শুভশ্রী, বন্ধুর মন ভালো করতে ঠিক কী করলেন শ্রাবন্তী?
অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বন্ধুত্ব বেশ পুরনো। তার উপর এই মুহূর্তে ‘ডান্স বাংলা ডান্স’-এ একই সঙ্গে দুজনকেই বিচারকের আসনে দেখা যাচ্ছে। আর সেভাবেই তাঁদের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। বন্ধু শুভশ্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তাই বেজায় খুশি শ্রাবন্তীও। হবু মা শুভশ্রীর বাড়ির লোকজনের মতোই কাজের জায়গাতেও তাঁর মন ভালো রাখার কোনও প্রচেষ্টাই বাকি রাখছেন না শ্রাবন্তীও।
অন্তঃসত্ত্বা বন্ধু শুভশ্রীর মন ভালো রাখতে তাই তাঁর পছন্দে পাও-ভাজি কিনে খাইয়েছেন শ্রাবন্তী। আর সেই ছবি পোস্ট করে বন্ধুকে ধন্যবাদ জানাতে ভোলেননি ‘রাজ ঘরণী’। শ্রাবন্তীকে ধন্যবাদ জানিয়ে শুভশ্রী লিখেছেন, কলকাতার সেরা পাও-ভাজি। সেই ছবি ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন শ্রাবন্তীও।
আরও পড়ুন-পশ্চিমবঙ্গ নাকি দেশের পশ্চিমে! রবীন্দ্রনাথকে ‘দাদু’ বলে হাসির পাত্র পঞ্জাবি রণবীর
আরও পড়ুন-শুভশ্রী অন্তঃসত্ত্বা, রুক্মিণীর ‘না’, আর তাই সৃজিতের ছবিতে ফিরছেন ‘প্রাক্তন’ জয়া?
![<p>শ্রাবন্তীর ইনস্টাস্টোরি</p> <p>শ্রাবন্তীর ইনস্টাস্টোরি</p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/07/04/original/54654654_1688474116484.jpg)
শ্রাবন্তীর ইনস্টাস্টোরি
সম্প্রতি দ্বিতীয় সন্তান আসার খবর পেয়েই পুরীতে জগন্নাথ দর্শনে ছুটেছিলেন রাজ-শুভশ্রী। তাঁদের সঙ্গে জগন্নাথ দর্শনে পুরী ভ্রমণে সামিল হয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। উল্টোরথ দেখার পাশাপাশি, জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়া, পুরীর সমুদ্র সৈকতে বসে একসঙ্গে আড্ডা দেওয়া সবটাই করেছিলেন রাজ-শুভশ্রী ও শ্রাবন্তী। তারই কিছু মুহূর্ত উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন-সেদিন বাইক নিয়ে দু’জন আমার পিছু নেয়, আমি বাগানে লুকিয়ে বসেছিলাম, ভয়ানক অভিজ্ঞতা জানালেন তেজস্বী
আরও পড়ুন-হিরো বানানোর নামে ২০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতারও হন, জামিন পেয়ে মুখ খুললেন প্রযোজক পীযুষ সাহা
জগন্নাথ দর্শনে রাজ-শুভশ্রীর সঙ্গে শ্রাবন্তী
তবে শুধু এখনই নয়, ডান্স বাংলা ডান্সের শ্যুটিংয়ের ফাঁকে মাঝে মধ্যে শোয়ের অন্য দুই বাঙালি বিচারক শ্রাবন্তী ও মৌনি রায়ের সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। সেই ছবি মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন শুভশ্রী।
এদিকে ডান্স বাংলা ডান্সের শ্যুটিং করলেও শোনা যাচ্ছে অন্তঃসত্ত্বা হওয়ার পর আপাতত কোনও ছবির কাজে হাত দিচ্ছেন না রাজ ঘরণী। যে কারণে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’ ছবি থেকেও সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী। অন্যদিকে শ্রাবন্তী অবশ্য শীঘ্রই তাঁর ‘দেবী চৌধুরানী’ ছবির কাজ শুরু করতে চলেছেন।
For all the latest entertainment News Click Here