অন্তঃসত্ত্বা কাজল আগারওয়াল? নায়িকার ‘বেবি বাম্প’এর ছবি ঘিরে তোলপাড় নেটদুনিয়া
মা হতে চলেছেন অভিনেত্রী কাজল আগারওয়াল? সামাজিক মাধ্যমে শেয়ার করা তাঁর কিছু ছবি তেমন কথাই বলছে। ছবিতে ফুটে উঠেছে তাঁর বেবি বাম্প। নেটিজেনের নজর এড়াতে পারেনি সেই ছবি। গত বছর দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী।
২০২০ সালের অক্টোবর মাসে ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কাজল। মুম্বইয়ের তাজ হোটেলে বসেছিল এই জুটির বিয়ের আসর। করোনা আবহে কাছের বন্ধু ও দুই পরিবারের উপস্থিতিতেই বিয়ের পর্ব সেরেছিলেন তাঁরা। ডিসার্ন লিভিং নামের একটি ডিজাইনিং সংস্থার কর্ণধার গৌতম।
বিয়ের এক বছরের মধ্যে কাজলের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে কাজলের বেবি বাম্প বোঝা যাচ্ছে। এরপরই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোরগোল ফেলে নেটপাড়ায়। বন্ধুর সঙ্গে ছবিটি শেয়ার করেছিলেন কাজল। ক্যাপশনে লিখেছিলেন, ‘বেয়(BAY) ও আমি।’ বেইজ় রঙের বডিকন ড্রেস পরেছেন অভিনেত্রী। সেই ছবিতেই কাজলের ছোট্ট বেবি বাম্প নাকি স্পষ্ট ফুটে উঠেছে।
প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছেন কাজল এবং গৌতম? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগী মহলে। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি দম্পতির কেউই।
সম্প্রতি বেশকিছু ছবির কাজ থেকে সরে এসেছেন অভিনেত্রী। ‘ইন্ডিয়ান ২’-তে কামাল হাসানের বিপরীতে অভিনয়ের অফার এড়িয়ে গিয়েছেন তিনি। নাগার্জুনার ‘দ্যা গোস্ট’ ছবিতেও মুখ্য চরিত্র অফার করা হয়েছিল তাঁকে। সেই অফারও নাকচ করে দেন তিনি। এতগুলো প্রজেক্ট থেকে সরে আসার কারণ নিয়ে কাজলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর আরও জোরালো হচ্ছে।
For all the latest entertainment News Click Here