‘অনেক হল স্প্যানিশ খাবার, এবার ইলিশ চাই’, নিজামের ‘রত্ন’ পেল ইস্টবেঙ্গল
এই বছরে দল গোছাতে মারাত্মকভাবে সক্রিয় ইস্টবেঙ্গল। গত বছর একেবারেই ভালো মরশুম কাটায়নি তারা। একের পর এক ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে মশাল বাহিনীকে। তাই এবারের দল গঠন নিয়ে কোনও রকম সময় খরচ করতে চাইছে না কর্তারা। নতুন কোচ এনে দল গোছাতে ব্যস্ত তারা। এইবার আরও এক চমক দিল ময়দানের এই দল। এবার লাল হলুদ ক্লাবের হয়ে সই করলেন ওড়িশা এফসিকে সুপার কাপ জেতানো মিডফিল্ডার সল ক্রেসপো। শুধু তাই নয় সেই সঙ্গে আরও এক স্প্যানিশ ফুটবলার জেভিয়ার সিভেরিওকে দলে নিল লাল-হলুদ।
২৬ বছর বয়সী এই ফুটবলার ওড়িশা এফসিতে খেলার আগে অনেক ক্লাবের হয়েই খেলেছেন। তিনি খেলেছেন স্পেনের ক্লাব পনফেররাডিনা, অ্যাটলেটিকো অ্যাস্টোর্গা এবং আরানদিনা ক্লাবে। ক্রেসপোকে দলে পেয়ে খুশি লাল হলুদদের কোচ কার্লোস কুয়াদ্রাত। দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছেন সল। কুয়াদ্রাত খুশি হয়ে বলেন, ‘সল খুব ভালো ভাবেই মিডফিল্ডারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেই কারণে সে ওড়িশা এফসি ক্লাবকে জেতাতে সক্ষম হয়। ও জানে আইএসএলে কিভাবে ম্যাচে মাথা ঠাণ্ডা রেখে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। এই বিষয়ে ওর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ভবিষ্যতে ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে সল অনেকটাই সাহায্য করবে।’
অপরদিকে ইস্টবেঙ্গলের হয়ে সই করতে পেরে সল ক্রেসপো বলেন, ‘ইস্টবেঙ্গল ক্লাব যখন আমাকে সই করাতে চেয়েছিল, তখন আমি মনে কোনও দ্বিধা রাখিনি। কারণ আমি জানি ইস্টবেঙ্গল ক্লাব ভারতের অন্যতম সেরা ক্লাব। পাশাপাশি সমর্থকরাও খুব ভালো। এখানে সুযোগ পেয়ে নিজেকে গর্বিত বলে মনে করছি।’ পাশাপাশি আরও এক স্প্যানিশ ফুটবলাকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। একটি ভিডিয়ো শেয়ার করেছে লাল হলুদ। সেখানে জেভিয়ার সিভেরিও বলছেন, ‘অনেক হয়েছে স্প্যানিশ খাওয়ার, এবার খাব ইলিশ।’
ডার্বি ম্যাচ নিয়ে সমর্থকদের পাশাপাশি অনেক ফুটবলারও অনেকটা উত্তেজিত থাকে। এই ডার্বি ম্যাচ সম্পর্কে বলতে গিয়ে ক্রেসপো বলেন, ‘আমি গত বছর ডার্বি ম্যাচ দেখেছিলাম। সেই ম্যাচ দেখে আমি খুব খুশি হয়েছি। সত্যি বলতে গেলে আমি মন থেকেই চাই ইস্টবেঙ্গলের হয়ে খেলতে। শুধু খেলতেই নয়, দলেকে জেতাতেও চাই।’
একের পর এক ফুটবলারদের সই করিয়ে চমক দিচ্ছে ইস্টবেঙ্গল। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পরেও এই বছর দল আরো শক্তিশালী করে উঠতে লেগে পড়েছে। সব ঠিকঠাক থাকলে অক্টোবর মাসেই শুরু হয়ে যাবে এই মরশুমের আইএসএলের ম্যাচ। এখন দেখার বিষয় এটাই, গত বছরের হতাশা কাটিয়ে এই বছর কেমন পারফরম্যান্স করে ইস্টবেঙ্গল।
For all the latest Sports News Click Here