‘অনেক ভারতীয় মহিলা মোটা মাইনের স্বামী চান’, বিস্ফোরক সোনালি কুলকার্নি
মারাঠি অভিনেত্রী সোনালি কুলকার্নি বিস্ফোরক মন্তব্য করে বসলেন ভারতীয় মহিলাদের নিয়ে। সম্প্রতি একটি ইভেন্টে গিয়ে তিনি জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি যে মন্তব্য রেখেছেন তাতে অনেকেই সহমত পোষণ করেছেন। শুধু সহমত না করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানিয়েছেন।
১৯৯২ সালে ছেলুভি ছবির মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সোনালি। শুরু করেছিলেন তাঁর কেরিয়ার। দিল চাহতা হ্যায় ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি জেন্ডার ইকুয়ালিটি নিয়ে তিনি যা বলেছেন তাতে কম বেশি সবার মাথা ঘুরে গিয়েছে।
ইন্টারনেটে সোনালি কুলকার্নির একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেছেন, দেশে এমন অনেক মহিলা আছেন যাঁরা ভালো কাজ, মোটা মাইনে পায়, নিজের বাড়ি আছে, তাঁকে অর্থনৈতিক ভাবে সাহায্য করবে এমন স্বামী খোঁজেন। তাঁর বক্তব্য শুনে সকলেই তাঁকে বাহবা দিচ্ছেন। জেন্ডার ইকুয়ালিটি নিয়ে বলতে গিয়ে তিনি যেহেতু পুরুষদের পক্ষ নিয়ে কথা বলেছেন সেটা অনেকেরই পছন্দ হয়েছে।
ভিডিয়োতে অভিনেত্রীকে বলতে শোনা যাচ্ছে, ‘ভারতে এমন অনেক মহিলা আছেন যাঁরা এমন প্রেমিক বা স্বামী চান যাঁদের কাছে ভালো চাকরি আছে, বাড়ি আছে, যাঁর মাইনে বাড়বেই বাড়বে, প্রমোশন হবে। কিন্তু সেই মহিলাদের এই সাহস থাকে না যে এমন পুরুষকে যখন সে বিয়ে করবে তখন সে নিজে কী করবে এই প্রশ্ন করার।’
তিনি তাঁর বক্তব্যে আরও বলেন যে পুরুষদের উপর রোজগার করা বেশি চাপ থাকে একজন মহিলার তুলনায়। অনেক পুরুষ তো ১৮ বছর হতে না হতেই চাকরি খুঁজে নেয়। অন্যদিকে ২৫-২৭ বছর পর্যন্ত অনেক মহিলারা কাজ করার কথা ভাবেনই না। তিনি তাঁর বক্তব্যে শেষে বলেন, ‘আমি সবাইকে এই উপদেশ দেব যে সবাই তাঁদের বাড়ির মহিলাকে উৎসাহ দিন যাতে সে তাঁর নিজের খরচ নিজে বহন করতে পারে এবং নিজের সঙ্গীকে সাপোর্ট করতে পারে।’
নেটিজেনদের একটা বড় অংশ তাঁকে সমর্থন করেছেন। জানিয়েছেন তাঁরা কোন যন্ত্রণার মধ্যে দিয়ে যান। এক ব্যক্তি লেখেন, ‘অনেক ক্ষেত্রেই উনি একদম ঠিক কথা বলেছেন।’ আরেক নেটিজেনের মতে, ‘একদম সঠিক কথা বলেছেন।’ আরেকজন লেখেন, ‘আমি জানি না উনি কে, কিন্তু উনি সাহস করে একদম সত্যি কথাটাই বলেছেন।’
যদিও অভিনেত্রী তাঁর কথায় এটা পরিষ্কার করে দিয়েছেন যে সব মহিলারা এক নন। কিন্তু এই চাহিদাটা অনেকের মধ্যেই এখন দেখা যাচ্ছে।
For all the latest entertainment News Click Here