‘অনেক ফায়দা’,ডিভোর্সের পর আরবাজের খান পদবি না হটানোর পরামর্শ পেয়েছিলেন মালাইকা
বলিউডের খান-দানের অংশ হওয়া ওতোটা সহজ নয়। তবে আরবাজ খানকে বিয়ে করে খান পরিবারের একজন হয়ে ওঠেছিলেন মালাইকা আরোরা। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু মালাইকার। বলিউডের ‘ছাঁইয়া ছাঁইয়া’ গার্ল কেরিয়ারের একদম শুরুতেই বিয়ে করে নেন সলমনের ভাইকে। ১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে দাম্পত্য সম্পর্কে আবদ্ধ হন মাল্লা।
বলিউডের অন্যতম আদর্শ দম্পতি বলা হত এই জুটিকে। তবে বিয়ের ১৯ বছর পর সংসার ভাঙে আরবাজ-মালাইকার। ২০১৬ সালে বিচ্ছেদ ঘোষণা করেন দুজনে, পরের বছর বিচ্ছেদে আইনি শিলমোহর পড়ে। ডিভোর্সের পর প্রাক্তন স্বামীর খান পদবি নিজের নামের পাশ থেকে সরিয়ে দেন মালাইকা। এখন তিনি শুধুই মালাইকা আরোরা, আগে মালাইকা আরোরা খান হিসাবে পরিচিত ছিলেন তিনি। সম্প্রতি মালাইকা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিচ্ছেদের পর তিনি পরামর্শ পেয়েছিলেন আরবাজের পদবির ব্যবহার চালিয়ে যাওয়ার।
ইন্ডিয়া টুডে কনক্লেভে যোগ দিয়ে মালাইকা বলেন, ‘খান পরিবারের সঙ্গে যুক্ত থাকাটা আমার জীবনের জন্য অনেক লাভজনক হয়েছে, তবে আমার পদবিটা খুব ফেমাস এটা ভেবে তো আর আমি হাত-পা গুটিয়ে বসে থাকতে পারি না। জীবনে যা কিছু চেয়েছি সেটার একমাত্র পুরস্কার ওই পদবিটা নয়। হ্যাঁ, খান পদবিটা আমার জন্য অনেক বন্ধ দরজা খুলে দিয়েছে। তবে আমার বরের পদবি থাকা সত্ত্বেও পরিশ্রমটা আমাকেই করতে হয়েছিল সেইসময়। লড়াইয়ে টিকে থাকতে আমি অনেক মেহনত করেছি, নিজেকে প্রমাণ করতে হয়েছে প্রতিদিন। আমি যেদিন ওই পদবিটা ছেড়ে দিয়েছি, সেদিন এবং তারপরেও আমার বিয়ের আগের পদবি ব্যবহার করেও আমি কাজ চালিয়ে গেছি। আমি হাত গুটিয়ে থাকিনি’।
আরও পড়ুন-ফাটাফাটি ব্যবসা! ১০০ কোটির গণ্ডি পার করল রণবীর-শ্রদ্ধার ‘তু ঝুটি ম্যায় মক্কার’
মালাইকা আরও বলেন, ‘আমাকে অনেক মানুষ বলেছে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করছি, খান পদবিটা নামের পাশ থেকে সরিয়ে। অনেকে বলেছে, তুমি বুঝতেই পারছো না এই খান পদবিটার কত অশেষ ক্ষমতা’। অভিনেত্রীর কথায়, ‘আমার প্রাক্তন স্বামীর পরিবার, বিশেষত আমার শ্বশুর-শাশুড়ির প্রতি আমার সম্মান আজও অটুট। ওঁনারা আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আমার সন্তান রয়েছে, এবং আমিও পরিবারের অংশ। তবে আমার দু-পায়ে দাঁড়ানোর দরকার ছিল… ওই খান পদবিতেই আমি আটকে নেই’। মালাইকা জানান, খান পদবি ত্যাগ করবার পর নিজের সত্ত্বাকে নতুন করে খুঁজে পেয়েছেন তিনি। জীবনকে এখন নতুন দৃষ্টিকোণ দিয়ে দেখছে তিনি।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই রাখঢাকহীন মালাইকা। এই মুহূর্তে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন আরবাজের প্রাক্তন। মালাইকা-আরবাজের এক মাত্র ছেলে আরহান। দু’জনে মিলেই বড় করছেন ছেলেকে, এই মুহূর্তে বিদেশে পড়াশোনা করছে আরহান।
For all the latest entertainment News Click Here