‘অনেক কিছুই হতে পারে’, ৭৫ রান নিয়ে আত্মবিশ্বাসী উমেশ যাদব
শুভব্রত মুখার্জি: ইন্দোর টেস্টের তৃতীয় দিনে নামার আগে বেশ কিছুটা চাপের মধ্যে রয়েছে টিম ইন্ডিয়া। যদিও পিচে বল ভালো স্পিন করছে, তবুও হাতে লড়াইয়ের পুঁজি যেন খুব কম। অস্ট্রেলিয়ার থেকে মাত্র ৭৫ রানে এগিয়ে রয়েছে ভারত। হোলকার স্টেডিয়ামের ২২ গজ যতই স্পিন সহায়ক হোক না কেন ভারত অধিনায়ক রোহিত শর্মা বিলক্ষণ জানেন কতটা কঠিন হতে চলেছে তাঁদের কাজ। তবে জাতীয় দলের পেসার উমেশ যাদব কিন্তু এখনই হাল ছাড়তে নারাজ। হাতে রানের পুঁজি কম রয়েছে এটা মেনে নিয়েও তাঁর স্পষ্ট বক্তব্য এই টেস্টে এখনও অনেক কিছুই হতে পারে।
দ্বিতীয় দিনের খেলা শেষে উমেশ জানিয়েছেন ‘এখনও অনেক কিছুই হতে পারে। যে কোনও কিছু ঘটতে পারে। আমরা নিজেদের সেরাটা নিংড়ে দেব। কঠিন লাইন এবং লেন্থে বোলিং করব। উইকেটটা কিন্তু মোটেও সহজ নয়। আমাদের ব্যাটার হোক কিংবা ওদের দুই দলের ব্যাটারদের কাছেই এটা যথেষ্ট কঠিন উইকেট। এই উইকেটে স্টেপ আউট করে মারাটাও অত সহজ নয়। বল এখানে নিচু হচ্ছে। ফলে নিশ্চিত হওয়া যাচ্ছে না স্টেপ আউটের বিষয়ে।’
উমেশ যাদব আরও জানিয়েছেন ‘রান খুব কম রয়েছে। আমরা কঠিন লাইন এবং লেন্থে বোলিং করার চেষ্টা করব সবসময়ে। যতটা সম্ভব আক্রমণাত্মক খেলব। এই উইকেটে আমার পরিকল্পনা ছিল সবসময় উইকেটের সোজাসুজি বোলিং করা। একটা বা দুটো উইকেট সবসময় নেওয়ার চেষ্টা করা। পেসার হিসেবে আমাকে পিচে যত জোরে সম্ভব বল দিয়ে হিট করতেই হবে। আমি আমার বেশিরভাগ ক্রিকেটটাই ভারতে খেলেছি। আমার মাইন্ডসেটটাই হল সবসময় উইকেট নেওয়া।’
ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনে ৩৫ বছর বয়সি পেসার তিনটি উইকেট নিয়েছেন। সকালের দিকে তিনি ‘ক্রস’ সিমে বোলিং করেই সাফল্য পান। সেই বিষয় নিয়ে বলতে গিয়ে তিনি জানান ‘পিচে সিম মুভমেন্ট হচ্ছিল। সেই কারণেই আমি ‘ক্রস’ সিমে বল করার চেষ্টা করেছি। যাতে করে বল সুইং যাতে না হলেও সিম করে। আমি যে লেন্থে বল করেছি সেখান থেকে বল সিম করেছে। বল পিচে পড়ে স্কিড করে আসছিল।’
ভারতের দ্বিতীয় ইনিংসে নিজের ব্যাটিং সম্বন্ধে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘আমাদের কাছে নির্দিষ্ট কোনও বার্তা ছিল না (কীভাবে ব্যাট করতে হবে)। এই কঠিন উইকেটে আমার কাজটাই হল দলের হয়ে রান করা। এখানে রান করাটা একটু কঠিন। আমি মনে করি এই উইকেটে বল ডিফেন্ড করতে গিয়ে আউট হওয়ার থেকে চালিয়ে খেলে কিছু রান করাটা বেশ বুদ্ধিমানের কাজ। কারণ ১০-২০ রান আমিও করতে চেয়েছিলাম। আর সেটা করতে পারলে লিডটা ৯০-এর কাছে নিয়ে যেতে পারতাম। আর সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।’
For all the latest Sports News Click Here