অনেকবার নার্ভাস হয়ে গিয়েছি, রুদ্ধশ্বাস ম্যাচে RR-কে হারিয়ে স্বীকার ধাওয়ানের
শুভব্রত মুখার্জি: ১৬ তম আইপিএলের অষ্টম ম্যাচে এক টানটান উত্তেজনার ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেট সমর্থকরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে পাঁচ রানে জয় তুলে নিল শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পঞ্জাব কিংস। চলতি মরশুমে শিখরের পঞ্জাবের এটি দ্বিতীয় ম্যাচে জয়। পঞ্জাবের হয়ে তাদের অধিনায়ক শিখর ধাওয়ান অনবদ্য একটি অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলেন। বল হাতে তাদের নায়ক অজি তারকা নাথান এলিস। ম্যাচ জিতে অধিনায়ক শিখর ধাওয়ান অবশ্য অকপটে জানিয়েছেন ম্যাচে কিছু নার্ভাস মুহূর্ত ছিল। তা সত্ত্বেও তারা শান্ত থাকার চেষ্টা করেছেন। এই জয়কে তিনি একটা দলগত জয় বলেও আখ্যা দিয়েছেন।
ম্যাচ শেষে পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান জানিয়েছেন ‘আজকের ম্যাচে আমাদের জন্য বেশ কিছু নার্ভাস মুহূর্ত ছিল। আমি নিজেকে ওই মুহূর্তে শান্ত রাখার চেষ্টা করেছি। বোলারদের সঙ্গে আমাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি।আমরা যে স্কোরটা খাড়া করেছিলাম তা নিয়ে আমি যথেষ্ট খুশি ছিলাম। আমরা ১৯৭ রান করি। আমাদের বোলাররা ও বেশ কিছু উইকেট তাড়াতাড়ি তুলে নিয়েছিল। এরপর নাথান(এলিস) বল করতে আসে।অনবদ্য বোলিং করেছে ও। এই জয়টা একটা দলগত জয়।এই দুটি ম্যাচে আমরা খুব ভালো শুরু করেছি। প্রভ(প্রভসিমরন) খুব ভালো খেলেছে।আমি ও আমার সেরাটা দিয়েছি যাতে করে রানরেটটা বাড়ানো যায়।আমরা এই মোমেন্টামটা ধরে রাখতে চাই।’
ধাওয়ান আরও জানিয়েছেন ‘আমাদের ব্যাটিং লাইন খুব শক্তিশালী। আমরা বিপক্ষকে তাদের যোগ্য সম্মানটা দিয়েই খেলি। তবে কোনদিন তাগিদ বিসর্জন দিয়ে খেলি না। ২২ গজে আক্রমণাত্মক খেলতেই আমরা পছন্দ করি।’ ম্যাচে গুয়াহাটিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৭ রান করে পঞ্জাব কিংস। তাদের ওপেনিং জুটিতে ওঠে ৯০ রান। মাত্র ৩৪ বলে ৬০ রান করে আউট হন ওপেনার প্রভসিমরন সিং। অধিনায়ক শিখর ধাওয়ান ৫৬ বলে ৮৬ রানের অনবদ্য অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলেন। জবাবে রাজস্থান রয়্যালসের শুরুটা ভালো হয়নি। ওপেনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিনকে ব্যবহারের যে পরিকল্পনা তা কাজে আসেনি। তিনি শূন্য করে আউট হন। অধিনায়ক সঞ্জু স্যামসন ৪২, রিয়ান পরাগ ২০, সিমরন হেতমায়ার ৩৬ রানের ইনিংস খেলে দুরন্ত লড়াই করেন। তবে শেষ পর্যন্ত ১৯২ রানে আটকে যায় রয়্যালসরা। ফলে মাত্র ৫ রানের ব্যবধানে জয়ী হয় পঞ্জাব। পঞ্জাবের হয়ে নাথান এলিস ৩০ রান দিয়ে চার উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।
For all the latest Sports News Click Here