অনুষ্কার সাথে বিজ্ঞাপনের শ্যুট করছেন বিরাট, হল কটাক্ষ ‘ভাই একটা সেঞ্চুরিও মার’!
মাথায় পাগড়ি পরে বিরাট কোহলি, দেশি লুকে অনুষ্কা শর্মা, বুধবার একটি বিজ্ঞাপনের শ্যুটে দেখা মিলল মিঞা-বিবির। মুম্বইয়ের মেহবুব স্টুডিয়োয় দেখা মিলল তাঁদের।
সেট থেকে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে একরঙা সাদা শার্ট আর পাগড়িতে দেখা গেল বিরাট কোহলিকে। যতদূর মনে হচ্ছে তাঁর চরিত্রটি শিখ। পিচ কালারের সালোয়ারে দেখা গেল অনুষ্কাকে। মুখে মাস্ক।
কিছু পাপারাৎজি অ্যাকাউন্ট ও ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে ছবিগুলি। যা দেখে উৎসাহে টগবগিয়ে ফুটছে ভক্তরা। একজন লিখেছেন, ‘মনে হচ্ছে রবনে বনা দি জোড়ি ২’-র শ্যুট হচ্ছে। আরেকজন বিরাটকে স্ক্রিনে দেখার জন্য মুখিয়ে আছেন, ‘বিরাট আমি খুব উত্তেজিত’!
কেউ কেউ আবার ক্রিকেট সিরিজ ছেড়ে বিজ্ঞাপনে কাজ করায় কটাক্ষও করেছেন বিরাটকে। কমেন্ট পড়েছে, ‘ভাই একটা সেঞ্চুরিও মার’, ‘ক্রিকেট ছেড়ে এসবই করো’।
ওয়েস্ট ইন্ডিজের বিপরীতে চলতি সিরিজে ভারতীয় ক্রিকেট টিমের সদস্য ছিলেন বিরাট কোহলি। তবে গত সপ্তাহে জানানো হয় বিরাটকে ছুটি দিয়ে বাড়িতে থাকার অনুমতি দেওয়া হল। যার অর্থ সিরিজের বাদবাকি ম্যাচ খেলবেন না তিনি। বিসিসিআই-এর তরফে বিরাটকে এই সুযোগ দেওয়া হয়েছে যাতে তিনি পরিবারের সাথে সময় কাটাতে পারেন। কারণ গত কয়েক ম্যাচ ধরে তিনি ছিলেন বায়ো বাবেলে।
মঙ্গলবার অনুষ্কাকে দেখা যায় ঝুলন গোস্বামীর বায়োপিকের জন্য কড়া ট্রেনিং নিতে। আর এই জন্য বোলিং প্র্যাকটিস করতে দেখা যায় তাঁকে। প্রসঙ্গত, মা হওয়ার পর সেভাবে কাজে যোগ দিতে দেখা যায়নি অনুষ্কাকে। তাই ঝুলনের বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ দেখার অপেক্ষায় সকলে।
For all the latest entertainment News Click Here