অনুষ্কার দাদার সঙ্গে জমিয়ে প্রেম! সম্পর্কে শিলমোহর দিলেন ‘কলা’ তৃপ্তি দিমরি
বলিউডের তরুণ ব্রিগেডের নায়িকাদের অন্যতম তৃপ্তি দিমরি। ‘বুলবুল’ থেকে ‘কলা’- একের পর এক ছবিতে প্রশংসা কুড়িয়েছে তৃপ্তির অভিনয়। নতুন বছর শুরুর আগেই তৃপ্তি জানিয়ে দিলেন তিনি আর একা নন। নিজের মনের মানুষকে খুঁজে নিয়েছেন নায়িকা।
গত কয়েক মাস ধরেই বি-টাউনে কানাঘুষো শোনা যাচ্ছিল অনুষ্কা শর্মার দাদা, তথা প্রযোজক কার্ণেশ শর্মার সঙ্গে প্রেম করছেন তৃপ্তি। এবার সেই সম্পর্কে শিলমোহর দিয়ে দিলেন নায়িকা স্বয়ং। বছরের শেষদিন তৃপ্তির ইনস্টাগ্রামে দেখা মিলল প্রেমমাখা ছবির! কারনেশকে বাহুড়োরে জাপটে রয়েছেন অভিনেত্রী, আর সেই ছবির ক্যাপশনে তৃপ্তি লিখেছেন, ‘আমার ভালোবাসা’।
এই ছবিটি আদতে ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ক্লিন স্লেট ফিল্মসের অ্যাসোসিয়েট প্রোডিউসার সৌরভ মালহোত্রা। সেই ছবিই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নেন তৃপ্তি।
প্রসঙ্গত, তৃপ্তি অভিনীত ‘বুলবুল’ এবং ‘কলা’ দুটি ছবিরই প্রযোজক কার্ণেশ শর্মার ‘ক্লিন স্লেট ফিল্মস’। জানা যায়, বুলবুল ছবির শ্যুটিং চলাকালীনই নাকি গভীর বন্ধুত্ব তৈরি হয় কার্ণেশ শর্মা ও ছবির লিডিং লেডি তৃপ্তির।
দিন কয়েক আগে ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্কে থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন তৃপ্তি। তবে প্রেমিকের পরিচয় সামনে আনেননি। কবে বিয়ের বাঁধনে বাঁধা পড়তে চান নায়িকা? প্রশ্ন শুনে মুচকি হেসে তাঁর জবাব, ‘কমপক্ষে ৭-৮ বছর পর। এখন বিয়ের কোনও প্ল্যান নেই’।
দেরাদুনের মেয়ে তৃপ্তি। ২০১৭ সালে শ্রেয়স তলপেড়ের ‘পোস্টার বয়েজ’ ছবির সঙ্গে বলিউডে পা রাখেন তৃপ্তি। এরপর ‘লায়লা মজনু’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়োয়। জানা যায়, হবু বৌদির সঙ্গে দারুণ ভাব অনুষ্কা শর্মারও। তৃপ্তির শেষ ছবি ‘কলা’তে ক্যামিও চরিত্রেও অভিনয় করেছেন অনুষ্কা শর্মা।
For all the latest entertainment News Click Here