অনুষ্কাকে কাছছাড়া করতে রাজি নন বিরাট, বিরুষ্কার বিবাহবার্ষিকীর পার্টির ছবি ফাঁস
পায়ে পায়ে চার… গত শনিবার ছিল বিরাট-অনুষ্কার চতুর্থ বিবাহবার্ষিকী। একদিনের ক্রিকেটের অধিনায়ক পদ থেকে বিরাটকে সরিয়ে দেওয়া নিয়ে তৈরি বিতর্কের মাঝে এই বিশেষ দিন প্রিয়জনদের সঙ্গে আনন্দ করে কাটিয়েছেন বিরাট। নিজেদের ব্যক্তিগত জীবনটা হামেশা লাইমলাইট থেকে দূরেই রাখতে চান জুটি, তাই ওই দিন পরস্পরকে আদরমাখা শুভেচ্ছায় ভরিয়ে দিলেও পার্টির ছবি ফাঁস করেননি।
কিন্তু গোপন সেলিব্রেশন রইল না গোপনে! ফাঁস হয়ে গেল বিরুষ্কার বিবাহবার্ষিকীর হাউজ পার্টির ছবি। অনুষ্কার প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মসের কর্মী সৌরভ মালহোত্রার সেই ঘরোয়া সেলিব্রেশনের ছবি পোস্ট করেছেন। বিয়ের বর্ষপূর্তিতে সাদা রঙের কাঁধখোলা পোশাকে সেজেছিলেন অনুষ্কা। বউকে এক মুহূর্ত কাছছাড়া করতে রাজি নন বিরাট। ছবিতে দেখা যাচ্ছে অনুষ্কার হাত শক্ত করে ধরে রয়েছেন তিনি, যেন মনে মনে বলছেন- ‘যেতে নাহি দিব’।
এই গ্রুপ ছবিতে বিরাট-অনুষ্কার মুখে দেখা গেল চওড়া হাসি, বিরুষ্কার বন্ধুদের পাশাপাশি ছবিতে দেখা গিয়েছে তাঁদের চারপেয়ে সন্তান ডুডকেও। তবে ভামিকা আশেপাশে ছিল না। এই বছরের বিবাহবার্ষিকীটা বিরুষ্কার জন্য ছিল একটু এক্সট্রা স্পেশ্যাল। এই প্রথম মেয়ে কোলে নিয়ে বিয়ের জন্মদিন পালন করলেন দুজনে!
বিরাটের সঙ্গে কাটানো একাধিক মজাদার ছবি পোস্ট করে বিবাহবার্ষিকীতে বলি সুন্দরী লেখেন, ‘সহজে কিছুতেই ছাড় নেই। ঘরবাঁধার কোনও শর্টকাট রাস্তা নেই। তোমার প্রিয় গানের শব্দগুলোকে মনেপ্রাণে বাঁচতে হবে। তোমার সম্পর্কের প্রতি নিষ্ঠাবান থাকতে হবে। দেখনদারিতে ভরা দুনিয়ায় তোমার মতো মানুষ হওয়াটা সহজ কাজ নয়, অনেক সাহস লাগে। ধন্যবাদ আমাকে অনুপ্রেরণা জোগানোর জন্য’।
অন্যদিকে বিরাটের বার্তা ছিল, ‘বিগত চার বছর আমার বোকা বোকা জোকস ও আলসেমি সহ্য করেছো। আমি যেম, ঠিক তেমনভাবেই আমাকে গ্রহণ করে চার বছর ধরে ভালোবেসে আসছো। ভাবতে পারোনি কতটা বিরক্তিকর আমি। এই চার বছরে আমাদের উপর ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ আমরা পেয়েছি। এই চার বছর আমি সবচেয়ে সৎ ও সাহসী মহিলার সঙ্গে বিবাহিত। এমন একজন যে আমাকে সঠিক জিনিসের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে। এমনকি যখন পুরো বিশ্ব আপনার বিরুদ্ধে হতে পারে। তুমি আমাকে প্রতিদিন সব দিক থেকে সম্পূর্ণ করো। এভাবেই বা তারও বেশি আজীবন ভালোবেসে যাব তোমায়’।
শেষে বিরাটের সংযোজন, ‘আজকের দিনটা আরও স্পেশাল। কারণ এবার সম্পূর্ণ পরিবার হিসেবে আমাদের প্রথম বিবাহবার্ষিকী। ছোট্ট মাঞ্চকিন (ভামিকা) আমাদের পূর্ণ করেছে’।
For all the latest entertainment News Click Here