অনুশীলনে বড় শট হাঁকালেন রোহিত, স্ট্রেট ড্রাইভে তাক লাগালেন বিরাট
শুভব্রত মুখার্জি: ‘মিশন অস্ট্রেলিয়াতে’ ইতিমধ্যেই অজিভূমে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সেখান থেকে টি-২০ বিশ্বকাপ জিতে আনাই ভারতের লক্ষ্য। ২০০৭ সালে প্রথমবার টি-২০ বিশ্বকাপ জেতার পরে আর ট্রফি জেতেনি ভারত। এবার সেই ট্রফি খরা কাটাতে মরিয়া থাকবে ভারতীয় দল। সেই লক্ষ্যেই টি-২০ বিশ্বকাপ শুরুর বেশ কিছুদিন আগেই অজিভূমে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল এই মুহূর্তে ব্যস্ত অনুশীলনে। সেখানে রীতিমতো ঘাম ঝরাচ্ছেন তারা। নেটেই ছন্দে দেখা গেল ভারতীয় তারকাদের। বড় বড় শট যেমন খেললেন রোহিত শর্মা। তেমনি বিরাটকে দেখা গেল অবলীলায় তার পছন্দের শট স্ট্রেট ডাইভ খেলতে।
রোহিত শর্মা বা বিরাট কোহলি দুজনেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ওয়ার্ম আপ ম্যাচে খেলেননি। তবে পার্থে নেটে রীতিমতো ঘাম ঝরালেন তারা। দুটি প্রস্তুতি ম্যাচেই ব্যাট করেননি বিরাট কোহলি এবং রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণের জন্য মাঠে নেমেছিলেন বিরাট কোহলি। রোহিত একেবারেই মাঠে নামেননি। তার বদলে অধিনায়কত্ব সামলেছেন কেএল রাহুল। তবে ম্যাচ শেষ হতেই দুই সিনিয়র ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি ব্যাট হাতে মাঠে নেমে পড়েন। দীর্ঘক্ষণ ধরে গা ঘামান দুই ব্যাটার।
রোহিত শর্মাকে দেখা যায় তার প্রিয় পুল শট খেলতে বারবার। একাধিকবার লেগ সাইডের উপর দিয়ে পুল শট খেলে বলকে গ্যালারিতে ফেলতে দেখা যায় তাকে। কোহলিকে অভ্রর মাটি ঘেঁষা শট খেলতেই দেখা যায়। তিনি বল টাইম করাতে বেশি জোর দিচ্ছিলে। তার ব্যাটিং করা দেখে মনে হচ্ছিল তিনি তার পুরনো ছন্দে ব্যাট করছিলেন। অন্যদিকে ওয়েস্টার্ণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে এদিন ৩৬ রানে হেরেছে ভারতীয় দল। প্রথমে ব্যাট করে আয়োজকরা ৮ উইকেটে ১৬৮ রান করে। জবাবে ভারত ৮ উইকেটে ১৩২ রান করতে সমর্থ হয়। কেএল রাহুল ৫৫ বলে ৭৪ রানের একটি ইনিংস খেলেন। ঋষভ পন্ত ৯, দীপক হুডা ৬, হার্দিক পান্ডিয়া ১৭, দীনেশ কার্তিক ১০, অক্ষর প্যাটেল ২ রান করে আউট হন। ভারতের হয়ে সেরা বোলিং করেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি তিনটি উইকেট নেন। এছাড়া হর্ষল প্যাটেল নেন দুটি উইকেট।
For all the latest Sports News Click Here