অনুশীলনে ধীরে ধীরে ছন্দে ফিরছেন অশ্বিন: বুমরাহ
শুভব্রত মুখার্জি: জানুয়ারি মাসে এক ‘অজানা’ চোটে আক্রান্ত হন ভারতের প্রিমিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর কয়েকদিন পরেই ভারতের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবেন রোহিতরা। আর সেই লক্ষ্যেই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন অশ্বিন। আর প্রস্তুতিতে ধীরে ধীরে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন অশ্বিন বলে জানিয়েছেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় দলের সহ অধিনায়ক বুমরাহ জানিয়েছেন অশ্বিনকে অনুশীলনে দেখে মনে হয়েছে তিনি বেশ স্বাচ্ছন্দ্যেই রয়েছেন।
প্রসঙ্গত ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে সাদা বলের সিরিজে অশ্বিনকে পায়নি ভারতীয় দল। ঘরের মাঠে শ্রীলঙ্কা দলের বিরুদ্ধেও টি-২০ সিরিজে এই চোটের কারণেই খেলতে পারেননি ৩৫ বছর বয়সি এই অফ স্পিনার। শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে প্রথম টেস্টে নামার আগে এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বুমরাহ জানিয়েছেন ‘টেস্ট টিম এখানে আগেই পৌঁছে গিয়েছে। তারা ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে। ও (অশ্বিন) ধীরে ধীরে ছন্দে ফিরছে। নেটে ওকে দেখে বেশ স্বাচ্ছন্দ্যে রয়েছে বলে মনে হয়েছে। আমি মনে করি না আর কোনও অভিযোগ থাকতে পারে ওর।’
বুমরাহ আরও যোগ করেন ‘ওকে (অশ্বিনকে) নেটে দেখে আমার বেশ ভাল লেগেছে। অনুশীলনে ওকে দেখে মনে হয়েছে বেশ ছন্দে রয়েছে। ও নেটে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং ও করেছে। সবকিছুই ও করেছে। ফলে আমার ওকে দেখে মনে হয়েছে ও ছন্দে রয়েছে। আমরা যখন খেলি তখন দলের হয়ে ওর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ থাকে। আমি আশা করব ফিটনেস নিয়ে ওর কোনও সমস্যা হবে না।’
For all the latest Sports News Click Here