অনুশীলনের সময়ে হৃদরোগে আক্রান্ত বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমসের ১৮ বছরের ছেলে
শুভব্রত মুখার্জি: মাইকেল জর্ডন পরবর্তী বাস্কেটবল দুনিয়ার অন্যতম বড় তারকা নিঃসন্দেহে লেব্রন জেমস। আমেরিকা সহ বাস্কেটবল খেলিয়ে দেশগুলোতে তাঁর জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। সেই কিংবদন্তি বাস্কেটবলার লেব্রন জেমসের পুত্র ব্রনি জেমস হঠাৎ করেই আক্রান্ত হন হৃদরোগে। আশঙ্কার মেঘ তখন জমতে শুরু করে লেব্রন ভক্তদের মনে। ঘটনাচক্রে ১৮ বের বয়সী ব্রনি জেমস নিজেও একজন বাস্কেটবলার। হঠাৎ করেই তার বিষয়ে এমন একটি খবর আসাতে ঘাবড়ে যান অনেকেই। তবে এই ঘটনার কয়েক ঘন্টা পরেই সবার মনে ফেরে স্বস্তি। কেটে যায় আশঙ্কার মেঘ। জানানো হয়, আপাতত স্থিতিশীল রয়েছেন ব্রনি জেমস।
ব্রনি হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর আসার পরেই কালবিলম্ব না করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তিনি আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলেই জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে তাঁর দলের এক অনুশীলন সেশনে যোগ দিয়েছিলেন ব্রনি। সেখানেই দলের সকলের সঙ্গে মিলে অনুশীলন করছিলেন। বেশ হাসিখুশিও ছিলেন তিনি।কোথাও কোনও অসুবিধার কথা কিছু বোঝা হয়নি। এর পর অনুশীলন করতে করতেই বুকে প্রথমে ব্যথা অনুভব করেন ব্রনি। কিছু বুঝে ওঠার আগেই তিনি হৃদরোগে আক্রান্ত হন।
লেব্রন জেমস এবং তাঁর স্ত্রী সাবানা জেমসের তরফে পরে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে তাঁরা অনুরোধ জানিয়েছেন, ‘আমাদের পরিবারের গোপনীয়তা রক্ষার আবেদন জানাচ্ছি। জেমস পরিবার আপনাদের কাছে এই আবেদন রাখছে। আমরা মিডিয়াকে কোনও রকম কোনও খবর পেলেই সেই বিষয়ে আপডেট দেব।’ পাশাপাশি তাঁরা ইউএসসি মেডিক্যাল এবং অ্যাথলেটিক স্টাফদেরকে কুর্নিশ জানিয়েছেন, ক্রীড়িবিদদের প্রতি তাদের অসাধারণ সার্ভিস নিষ্ঠার সঙ্গে প্রদর্শনের কারণে। প্রসঙ্গত মে মাসেই ব্রনি জেমস জানিয়েছিলেন, তিনি কলেজ বাস্কেটবল খেলবেন। ট্রোজানের হয়ে এই মরশুমে খেলবেন তিনি।
For all the latest Sports News Click Here