অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ইরাকের পর অস্ট্রেলিয়ার কাছেও হারল ভারত
শুভব্রত মুখার্জি:- ∆ ভারত : ১, ∆ অস্ট্রেলিয়া : ৪
অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপ ফুটবলের কোয়ালিফায়ারে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ভারতীয় দলের। প্রথম ম্যাচে ইরাকের কাছে হারের পর এবার দ্বিতীয় ম্যাচেও হারের সম্মুখীন হল তারা। অস্ট্রেলিয়ার কাছে ম্যাচে ৪-১ গোলে পর্যুদস্ত হতে হল তাদের। উল্লেখ্য প্রথম ম্যাচে ভারত একটা সময় ইরাকের বিরুদ্ধে ২-১ ফলে এগিয়ে থেকেও হারতে হয়েছিল ৪-২ ফলে। এবার দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হারের ফলে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেল তাদের।
কুয়েতের আলি সাবাহ আল সালেম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এদিনের ম্যাচ। ম্যাচে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একেবারে প্রতিরোধ গড়ে তুলতেই পারেনি। ভারতের হয়ে ম্যাচে একমাত্র গোলটি করেন গুরকিরাত সিং। অজিদের হয়ে ম্যাচে গোল করেছেন গারঙ্গ কোউল, অ্যাড্রিয়ান সেজেসিচ এবং ম্যাক্স কাপুটো। ম্যাচে একটি আত্মঘাতী গোল করে বসেন ভারতের বিকাশ ইয়ুমনাম। উল্লেখ্য গত ম্যাচে বিরতির সময় পর্যন্ত ভারত ২-১ ফলে এগিয়ে ছিল। বিরতির পরে একেবারেই খেই হারায় তারা। কয়েক মিনিটের ব্যবধানে তিনটি গোল করে ভারতের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নেয় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন… আম্পায়ারদের জন্য সুস্থ থাকার টিপস, CAB-তে বসল অভিনব স্বাস্থ্য সচেতনতার কর্মশালা
এদিনের ম্যাচে অবশ্য প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। তবে দ্বিতীয়ার্ধে তারা দুরন্ত লড়াই করে। ৬৩ মিনিটে একটি অনবদ্য দূরপাল্লার শটে গোল করে যান গুরকিরাত সিং। অজি গোলরক্ষক জ্যাক ওয়ারশস্কাইকে উল্টে দিকে ফেলে দিয়ে এই গোলটি করেন গুরকিরাত। এরপরেও একাধিক গোল করার সুযোগ পেয়েছিল ভারতীয় দল। তবে গোল করতে ব্যর্থ হন ভারতীয় ফুটবলাররা। না হলে ম্যাচের ফল অন্য রকমভাবে লেখা হতে পারত।
আরও পড়ুন… অদ্ভুত ভঙ্গিমায় আউট! সূর্যকুমারের আউট নিয়ে রিচার্ডসনের অবাক করা বক্তব্য
৭৬ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ভারত। তবে অধিনায়ক গুরকিরাত ফাঁকা গোলে যে শটটি নেন তা কোনাকুনিভাবে বেরিয়ে যায়। প্রথমার্ধে ১২ মিনিটে গারঙ্গের গোলে এগিয়ে যায় অজিরা। ৩২ মিনিটে বিকাশ একটি আত্মঘাতী গোল করে বসেন। দ্বিতীয়ার্ধে ৮৬ মিনিটে খেলার গতির বিরুদ্ধে গোল করেন অ্যাড্রিয়ান সেজেসিচ। ৯০ মিনিটের পরে অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে ম্যাক্স কাপুটো ম্যাচ ভারতের নাগালের বাইরে নিয়ে যান।
For all the latest Sports News Click Here