অনুর্ধ্ব-১৭ মহিলা ফুটবলারকে যৌন হয়রানির দায়ে চাকরি খোয়ালেন অ্যামব্রোস
শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রীড়ার জগতে যৌন হয়রানি একটি বড় সমস্যা। তবে যে কোনও ক্রীড়ার ক্ষেত্রেই সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের তরফে বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার পাশাপাশি এইধরনের ঘটনা কঠোর হাতেই দমন করা হয়। সম্প্রতি ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ এআইএফএফের তরফেও কঠোর পদক্ষেপ করা হয়েছে অনভিপ্রেত যৌন হয়রানির বিষয়ে। অনুর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলের এক ফুটবলারকে যৌন হেনস্থা করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে সহকারী কোচ অ্যালেক্স অ্যামব্রোসকে।
যৌন হয়রানির অভিযোগে চাকরি হারিয়েছেন ভারতের অনুর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলের সহকারী কোচ অ্যালেক্স অ্যামব্রোস। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কার্যকলাপ দেখাশুনা করার বিষয়ে সুপ্রিম কোর্টের নিয়োগ করা অ্যাডমিনিস্ট্রেশন কমিটির সদস্য ড. এস ওয়াই কুরেশির তরফে এই খবরের সত্যতা মেনে নিয়ে তা নিশ্চিত করেছেন তিনি।
ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ফুটবল। সেই উদ্দেশ্যে অনুর্ধ্ব ১৭ মহিলা দলকে পাঠানো হয়েছে বিদেশের মাটিতে অনুশীলনের উদ্দেশ্যে। সেখানেই দলের ফুটবলারকে যৌন হয়রানির ঘটনার অভিযোগ ওঠে। ফলে এই অভিযোগে চাকরি হারিয়েছেন অ্যালেক্স। উল্লেখ্য অভিযোগ গত শুক্রবার অর্থাৎ ১ জুলাই এসেছিল এআইএফএফের কাছে। তারপর তাদের তরফে প্রাথমিক একটি তদন্ত চালানো হয় দলের প্রত্যেক সদস্যের সঙ্গে কথা বলে। সেই ভিত্তিতেই অ্যালেক্সের বিরুদ্ধে এই স্টেপ নেওয়া হয়েছে।
এআইএফএফের বিবৃতিতে বলা হয়েছে এই ঘটনা তদন্তসাপেক্ষ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সেই বিবৃতিতে কি অপরাধ অথবা অভিযুক্ত ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছিল না। গতকাল অর্থাৎ রবিবার,৩ রা জুলাই প্রকাশ করা হয়েছে অপরাধ এবং অপরাধীর নাম। ভারতীয় অনুর্ধ্ব-১৭ মহিলা দলের নরওয়ে সফরের সময় এই ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে। সেই সফরে দলের এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন অ্যালেক্স অ্যামব্রোস। তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়। এ বিষয়ে জিরো টলারেন্সের কথা জানিয়েছে এআইএফএফের অ্যাডমিনিস্ট্রেশন কমিটি। উল্লেখ্য এর আগেও অ্যামব্রোসের বিরুদ্ধে উঠেছিল যৌন হয়রানির অভিযোগ।
For all the latest Sports News Click Here