অনুরাগের ছোঁয়ার সাফল্য নিয়ে খুশি দিব্যজ্যোতি, কী বলছেন স্বস্তিকা?
অনুরাগের ছোঁয়ার ৪০০ পর্ব পার। টুকটুক করে একটা বছর বেশ কিছুদিন আগেই কাটিয়ে এসেছে এই ধারাবাহিক। এবার তারা ছুঁয়ে ফেলল এক নতুন মাইলফলক। এমনিতেই অনুরাগের ছোঁয়ার জনপ্রিয়তা কতটা সেটা আর বলার অপেক্ষা রাখে না। টিআরপি তালিকায় চোখ রাখলেই বোঝা যায়। একটানা বেঙ্গল টপার হয়ে চলেছে এটি। ৯.৩০ টা বাজলেই বাংলার দর্শকরা গুটিগুটি পায়ে সূর্য দীপার টানাপোড়েন, রূপা সোনার মিষ্টি মিষ্টি কথা শুনতে বসে পড়েন। আর সেই ধারাবাহিক ৪০০ পর্ব পার করল। আনন্দ খুশিতে ডগমগ গোটা পরিবার।
এদিন কেক কেটে ৪০০ পর্বের উদযাপন করেন রূপাঞ্জনা, দিব্যজ্যোতি, স্বস্তিকারা। ভক্তদের সঙ্গে এদিন দেখাও করেন সেনগুপ্ত বাড়ির প্রতিটা সদস্য চলে সেলফি সেশন।
নিজেদের এই সফরের বিষয়ে সূর্য ওরফে দিব্যজ্যোতি বলেন, ‘আজকালকার দিনে কোনও সিরিয়াল ৪০০ পর্ব চলছে এটাই একটা অনেক বড় আশীর্বাদ। এটা দর্শকদের আশীর্বাদ, ভালোবাসাতেই সম্ভব হল।’ প্রায় একই মত জানালেন প্রারব্ধি সিংহ, তিনি বলেন, ‘আমাদের সফরটা অত সহজ ছিল না। কিন্তু আমরা সেটাকে সহজ করে তুলেছি। আপনাদের ভালোবাসাই আমাদের ভালো কাজ করতে বাধ্য করে। আমরা যেন ৪০০০ পর্ব যেতে পারি এই আশীর্বাদ করবেন।’ ‘দীপার জীবনে অনেক স্ট্রাগল আছে, তবুও তার মধ্যে যে ভালো লাগা, ভালো মুহূর্ত আছে সেগুলোই অনেক দামি। এই সফরটা আমায় অনেক কিছুই শিখিয়েছে, পরিণত করেছে’, জানালেন স্বস্তিকা ওরফে পর্দার দীপা।
‘অনুরাগের ছোঁয়া যাঁরা দেখেন তাঁদের কাছে এটা একটা অভ্যেস। আমি গোটা টিমের তরফে দর্শকদের ধন্যবাদ জানাই, আর গোটা টিমকে সাধুবাদ জানাই এভাবে সবটা সামলানোর জন্য’, মত পর্দার লাবণ্য সেনগুপ্ত ওরফে রূপাঞ্জনা মিত্রর। সূর্যর ছোটকা অর্কজিৎ বলেন, ‘আমরা একটা আত্মীয়তায় বাঁধা পড়েছি সবাই। আজকাল শুট না থাকলে মন খারাপ করে।’
এদিন তাঁদের সকলকে হইহই করে আনন্দ করতে দেখা যায়। চলে দেদার ফটোশুট।
For all the latest entertainment News Click Here