অনুমতি ছাড়াই নয়া ছবির লুক ফাঁস করলেন শাহিদ, কষে ধমক আলি আব্বাস জাফরের
৪০-এ পা দিলেন জনপ্রিয় বলি পরিচালক আলি আব্বাস জাফর। ‘টাইগার জিন্দা হ্যায়’ এর পরিচালকের সঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানালেন শাহিদ কাপুর। আলি আব্বাস জফরের পরবর্তী যে সিনেমার নায়ক তিনি, সেই ছবির শ্যুটিং লোকেশনে ‘বিহাইন্ড দ্য সিনস’ এর একটি ছবি আপলোড করেছেন ‘কবীর সিং’। আর তা দেখামাত্রই নায়ককে জোর ধমক লাগিয়েছেন পরিচালক।
শাহিদের পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে ক্যামেরার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন তিনি আর আলি। তবে দু’জনে তাকিয়ে রয়েছেন পরস্পরের দিকে। সেই ছবি থেকেই স্পষ্ট সাদা শার্টের সঙ্গে ফিটেড ওয়েস্টকোট পরে রয়েছেন। নজর এড়ায়নি ‘কবীর সিং’ এর এক গাল দাড়ি নিয়ে ‘বিয়ার্ড লুক’ও। ছবির সঙ্গে ক্যাপশনে আলির উদ্দেশে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শাহিদের বার্তা, ‘কবে যে ফের তোমাকে শ্যুটিংয়ের সেটে দেখতে পাব, তার আর তর সইছে না।’ ‘কবীর সিং’ এর তরফে শুভেচ্ছা পেয়ে তাঁকে ধন্যবাদ জানিয়ে আলি লেখেন, ছবির লুকটা ফাঁস করে দিলে! বাহ্, খুব ভালো করেছ।’ পরিচালক যে যুগপৎ বিস্মিত এবং খানিকটা ক্ষুব্ধও তা বলার জন্য কোনও পুরস্কার নেই।
![শাহিদের সেই পোস্ট। শাহিদের সেই পোস্ট।](https://images.hindustantimes.com/bangla/img/2022/01/17/original/22222222222_1642428027581.jpg)
প্রসঙ্গত, আলি আব্বাস জফরের পরবর্তী ছবির নায়ক শাহিদ কাপুর। তবে বড়পর্দায় মুক্তি পাওয়ার বদলে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে ওই ছবি। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি খ্যাত পরিচালক আলির ওয়েব সিরিজের কাজ পুরোদমে শুরু করে দিয়েছেন শাহিদ। উল্লেখ্য, ‘তাণ্ডব’ সিরিজের পর আলির এটি দ্বিতীয় ওয়েব সিরিজ।প্রসঙ্গত,বিখ্যাত ফরাসি থ্রিলার ‘ন্যু ব্লাঁ’ বা ‘স্লিপলেস নাইট’ এর হিন্দি রিমেক হতে চলেছে শাহিদের এই ছবি। জানা গেছে, ছবিতে দুর্ধর্ষ সব স্টান্টের পাশাপাশি থাকবে হাড় হিম করা অ্যাকশন দৃশ্য। মাত্র এক রাতের ঘটনা নিয়ে বোনা হয়েছে ছবির গল্প। ভয়ঙ্কর মাফিয়া দলের কেবল থেকে অপহরণ হয়ে যাওয়া নিজের শিশু কন্যাকে কীভাবে এক রাতের মধ্যে উদ্ধার করবে শাহিদ তা নিয়েই গোটা ঘটনা।
For all the latest entertainment News Click Here