অনুপ্রেরণা জোগাচ্ছেন প্রধানমন্ত্রী, আমাদের কাছে বিশাল সম্মানের: হরমনপ্রীত
শুভব্রত মুখার্জি: সম্প্রতি বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দল দেশের হয়ে রুপো জিততে সমর্থ হয়েছে। হরমনপ্রীতের নেতৃত্বাধীন দল কমনওয়েলথ গেমসে ভালো পারফরম্যান্স করার পরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং দলকে শুভেচ্ছা বার্তা জানিয়ে ছিলেন। অধিনায়িক হরমনপ্রীত মনে করেন দেশের প্রধানমন্ত্রীর থেকে পাওয়া শুভেচ্ছা বার্তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার মতে এর মাধ্যমে বোঝা যায় গোটা দেশ আমাদেরকে সমর্থন করছে। আমাদের কঠোর পরিশ্রমকে সবাই সাধুবাদ জানাচ্ছে।
কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা দল ইতিহাস রচনা করেছে। বার্মিংহামে রুপো জিততে সমর্থ হয়েছে তারা। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান ‘দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে মোটিভেশন (অনুপ্রেরণা) পাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আপনাকে শুভেচ্ছা জানায় তখন আপনার মধ্যে সেই অনুভূতিটা আসে যে গোটা দেশ আমাদেরকে সাপোর্ট করছে। প্রত্যেকেই আমাদের কঠোর পরিশ্রমকে সম্মান জানাচ্ছে এই অনুভূতিটা হয়। আমাদের ক্রিকেট দলের জন্য এটা একটা বিরাট সম্মানের।’
সদ্য শেষ হওয়া বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতীয় দল পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করে। নিউজিল্যান্ডকেও টপকে গিয়েছিল ভারতীয় দল। মোট ৬১টি পদক জিততে সমর্থ হয়েছে ভারতীয় দল। এবার গেমসে শুটিং না থাকায় ভারতের পদক সংখ্যা আরও বাড়তে পারত। মহিলা ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় ভারতীয় দলকে। অধিনায়িক হরমনপ্রীত কৌর ৬৫ রানের দুরন্ত একটি ইনিংস খেলেও ভারতীয় দলের হার বাঁচাতে পারেননি।
For all the latest Sports News Click Here