অনুপম খেরের ছবি হিট হলেই টাকার ভাগ চান মহেশ ভাট! ৪০ বছর ধরে চলছে এই প্রথা, কেন?
ভারতীয় চলচ্চিত্রে অন্যতম উজ্জ্বল নক্ষত্র অনুপম খের। ছোট থেকেই অভিনয়ই ছিল তাঁর ধ্যান-জ্ঞান, তবে হিরোসুলভ চেহারা কোনওদিনই তাঁর ছিল না। তার উপর কম বয়স থেকেই চুলে টাক পড়তে শুরু করে। তবে আত্মবিশ্বাস হারাননি অনুপম খের। ২৮ বছর বয়সে কেরিয়ারের প্রথম ব্রেক পান অনুপম খের। মহেশ ভাটের ‘সারাংশ’ ছবিতে এক বৃদ্ধ বাবার চরিত্রে দেখা গিয়েছিল ২৮ বছরের তরুণ অনুপম খেরকে। তবে এই ছবি বলিউডে অনুপম খেরের জায়গা পাকা করে দেয়।
১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল ‘সারাংশ’। অনুপম খেরের উত্থানের সেই শুরু। সম্প্রতি আরবাজ খানে শো’তে অতিথি হিসাবে উপস্থিত হয়ে মহেশ ভাট জানান আজও অনুপম খেরের কোনও ছবি হিট হলে, তাঁকে টাকা দেন ‘সারাংশ’ অভিনেতা। মহেশ ভাট বলেন, ‘অনুপম আজও আমাকে টাকা দেয়। শেষবার দ্য় কাশ্মীর ফাইলস দারুণ হিট হওয়ার পর আমাকে টাকা দিয়েছে অনুপম’।
নতুন মুখেদের সুযোগ দিতে মহেশ ভাট ও তাঁর পরিবারের জুড়ি মেলা ভার! আজকের বলি তারকাদের মধ্যেও ইমরান হাশমি, কঙ্গনা রানাওয়াতের লঞ্চ করেছেন মহেশ ভাট-মুকেশ ভাটরা। অনুপম খেরের সাফল্যের ভাগ আজও পান মহেশ ভাট, একথা শুনে একটু আশ্চর্যই হন আরবাজ। পালটা জানতে চান, ইমরান হাশমির থেকেও এমন কোনও ভাগ পরিচালক পেয়ে থাকেন কি? জবাবে ‘সড়ক’ পরিচালক জানান, ইমরান হাশমি একবার ছবি হিট হওয়ার পর টাকা দিয়েছিল তাঁকে, কিন্তু তারপর আর সে পথে হাঁটেনি। তবে অনুপমকে কোনওদিনই হাতছাড়া করেননি তিনি।
মহেশ ভাট বলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সাফল্য়ের পর যখন টাকা চাইতে অনুপম খেরকে ফোন করেন তিনি, তখন অভিনেতা দাঁতের চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সেখান থেকে সটান মহেশ ভাটের কাছে ছুটে আসেন। আলিয়ার বাবা বলেন, ‘আমি বললাম আমাকে টাকা দাও, ও দিয়ে দিল। আমাকে সেই সারাংশের সাফল্যের পর থেকে টাকা দিয়ে আসছে অনুপম। সেই স্মৃতিগুলো আজও অমলিন। আমাদের চিন্তাভাবনার ফারাক থাকলেও সেটা আমাদের সম্পর্কের মাঝে আসেনি কোনওদিন, বরং আরও মজবুত হয়েছে আমাদের সম্পর্ক’।
এর আগে অনুপম খের এক সাক্ষাৎকারে বলেছিলেন, সারাংশের শ্যুটিং শুরুর আগেই ছবি থেকে অনুপমকে বার করে দিয়েছিলেন মহেশ ভাট। এরপরই মায়ানগরী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন অনুপম। মহেশ ভাটের কাছে গিয়ে পরিচালককে শাপশাপান্ত করেন। কাজের প্রতি অনুপমের এই টান দেখেই অনুপমে মুগ্ধ হন মহেশ। এবং ২৮ বছরের ছেলেকে দিয়ে বৃদ্ধ বাবার চরিত্রে অভিনয় করান।
For all the latest entertainment News Click Here