অনিন্দ্য-রোশনির সহায় উত্তম কুমার! প্রয়াণ দিবসে বিশেষ শ্রদ্ধার্ঘ্য সৃজিতের
আজকের দিনেই এক বিশাল শূন্যতা তৈরি করে মহাজীবনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। তাঁর চলে যাওয়াটা আজও অনেকেই মেনে নিতে পারেননি। তাঁর স্মৃতিতে তাঁর চলে যাওয়ার দিনেই নিজের নতুন ছবির প্রিভিউ প্রকাশ করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে ‘অতি উত্তম’।
এখানে উত্তম কুমারের চরিত্রে তাঁকেই দেখা যাবে। ছবির গল্প আবর্তিত হবে কৃষ্ণেন্দু এবং সোহিনীকে ঘিরে। তাঁদের প্রেমের অনেকটাই জুড়ে আছেন উত্তম কুমার। কৃষ্ণেন্দুর চরিত্রে অভিনয় করবেন অনিন্দ্য সেনগুপ্ত। রোশনি ভট্টাচার্য থাকবেন সোহিনীর চরিত্রে। উত্তম কুমারের নাতির চরিত্রে থাকছেন গৌরব চট্টোপাধ্যায়ই।
এই গল্পের চরিত্র কৃষ্ণেন্দু আদতে একজন গবেষক, তাঁর গবেষণার বিষয় হলেন উত্তম কুমার। কিন্তু এদিকে গবেষকের প্রেম জীবনে আবির্ভাব হয় সমস্যার। সেই সমস্যা সমাধান করার জন্যই তিনি শরণ নেন বাংলার, বাঙালির রোম্যান্টিক নায়ক উত্তম কুমারের। কিভাবে? প্ল্যানচেট করে। তাঁর বন্ধু হলেন উত্তর কুমারের নাতি গৌরব। তারপর কী হয় সেই নিয়েই এই ছবি। এখানে অন্যান্য চরিত্রে লাবণী সরকার এবং শুভাশিস মুখোপাধ্যায়কে দেখা যাবে।
প্রসঙ্গত অনিন্দ্য সেনগুপ্ত এর আগেও সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন। তাঁকে ‘এক্স=প্রেম’ ছবিতে দেখা গিয়েছিল। গৌরব তো ছোট পর্দা, বড় পর্দা দুটোতেই কাজ করছেন। রোশনিকে এতদিন মূলত ছোট পর্দায় দেখা যেত। তাঁকে ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে দেখা গিয়েছিল।
কিন্তু উত্তম কুমারকে কীভাবে তাঁর চরিত্রে দেখা যাবে? জানা গিয়েছে তাঁর করা চরিত্র বা ছবির ফুটেজ কেটে কেটে এখানে তাঁর চরিত্রকে জীবন্ত করে তোলা হয়েছে। আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরিচালক এই ছবির বিষয়ে বলেছেন, ‘বাংলা, ভারত তো বটেই গোটা বিশ্বেও বোধহয় এমন ছবি এর আগে তৈরি হয়নি বলেই মনে করি। ৫৪ বার চিত্রনাট্য লিখতে হয়েছে এই ছবির। ২০১৮ সালে কাজটা সহ করি। ঘুরে ঘুরে সমস্ত ক্লিপিংয়ের স্বত্ব জোগাড় করতে হয়েছে।’
এই ছবিতে গানের দায়িত্বে আছেন সপ্তক সানাই দাস। তিনি ‘এক্স=প্রেম’ ছবিতেও কাজ করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে।
For all the latest entertainment News Click Here