অনিন্দ্যর ওপেন টি বায়োস্কোপ এবার হাতের মুঠোয়, কোথায় মুক্তি পাচ্ছে ঋদ্ধির ছবি
সালটা ২০১৫। মুক্তি পেল ওপেন টি বায়োস্কোপ। বন্ধুত্ব থেকে প্রেম, হিংসা সবটা বড় পর্দায়। যাঁরা ৮০-৯০ দশকের ছেলে মেয়ে তাঁদের কাছে এ যেন ছিল পড়ে পাওয়া চৌদ্দ আনা। ছোটবেলার অনেক স্মৃতি, নস্টালজিয়া উসকে দিয়েছিল এই ছবি। জনপ্রিয় হয়েছিল দারুণ। দর্শকদের মধ্যে রীতিমত সাড়া ফেলে দিয়েছিল এই ছবি। এতদিন ছবিটা মাঝে মধ্যে ছোট পর্দায় দেখা গিয়েছে। কখনও আবার পাইরেটেড কপিতে। এবার দর্শকদের কথা ভেবে নতুন এক চমক দিল এই ছবির নির্মাতা এবং কলাকুশলীরা।
শনিবার সকালেই ঋদ্ধি, সুরঙ্গনা, প্রমুখরা জানিয়ে দেন যে এদিন রাতেই তাঁরা ওপেন টি বায়োস্কোপ ছবিটা নিয়ে বিশেষ কিছু ঘোষণা করতে চলেছেন। অনেকেই তখন ভাবেন ছবিটার দ্বিতীয় ভাগ আসবে বুঝি। কেউ কেউ জানান তাঁরা দ্বিতীয় ভাগ চান। কেউ আবার বলেন সেই ম্যাজিক আর তৈরি হবে না। কিন্তু সেসবই ছিল জল্পনা। আসল চমক এল একদম ঠিক রাত দশটায়। ঋদ্ধিরা জানালেন এই ছবি এবার আসছে ওটিটি মাধ্যমে। Voot এ মুক্তি পাবে এই ছবি।
রবিবার অর্থাৎ ৪ জুন ভুট-এ মুক্তি পাবে অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত বন্ধুত্ব যাপনের এই ছবি। যাঁরা বন্ধুত্ব যাপনের এই ছবিতে বারবার ভেসে যেতে চান তাঁদের জন্য এটি এবার হাতের মুঠোয় এনে দেওয়া হয়।
এদিন অনিন্দ্য তাঁর ফেসবুক প্রোফাইলে এই কথা ঘোষণা করে লেখেন, ‘ওপেন টি বায়োস্কোপ মুক্তি পায় ২০১৫ র জানুয়ারিতে। উত্তর কলকাতার গলিপথ বেয়ে শুরু হয় আমার সিনেমাজীবন। ছবিটি প্রায় ১৩০ দিন চলেছিল প্রেক্ষাগৃহে। তারপর কখনও সখনও টিভির পর্দায় উপচে উঠেছে ফোয়ারা। এতটা ভালোবাসা একটা ছবিতে ঘিরে, অবাক করেছে আমায়। ওপেন টি টিমের একটা বড় আফশোস ছিল ছবিটি কোনও ওটিটি প্ল্যাটফর্মে নেই। রাইজিং সান’কে অজস্র ধন্যবাদ। সুজিত সরকার ও রনি লাহিড়ী জানাচ্ছেন, এবার থেকে ছবিটি পাওয়া যাবে VOOT-এ। ওপেন টি ঘুরে বেড়ায় আমার শৈশব কৈশোর সরণীতে। অতীত বা ভূত নিয়েই তার পদচারণা। ফলে স্টেশন বা প্ল্যাটফর্মটির নাম VOOT ছাড়া আর কীই বা হতে পারত?’
ঋদ্ধি এদিন একই বিষয়ে লেখেন, ‘বহু মানুষ জানতে চাইছিলেন যে ওপেন টি বায়োস্কোপে কেন কোনও OTT’তে নেই। ওপেন টি বায়োস্কোপ অবশেষে দেখা যাবে Voot’এ , আজ থেকে।’
প্রসঙ্গত এই ছবির হাত ধরেই ডেবিউ সেরেছিলেন ঋদ্ধি, সুরঙ্গনা, ঋতব্রত মুখোপাধ্যায়। নজর কেড়েছিলেন সুদীপ্তা চক্রবর্তী, কৌশিক সেন, রজতাভ দত্তের মতো অভিনেতারা।
For all the latest entertainment News Click Here