অনামি ক্রিকেটারদের দিয়ে সফল হবে না টুর্নামেন্ট, শুরুর আগেই সমস্যায় UAE-র T20 লিগ
অনেক টাকা খরচ করে জাঁকজমকপূর্ণভাবে টুর্নামেন্ট শুরু করতে চাইছে আয়োজকরা। তবে উদ্বোধনী মরশুমে আমিরশাহির ইন্টারন্যাশনাল লিগ টি-২০ কতটা সফল হবে, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আসলে যে কোনও ক্রিকেট লিগের সফল্য নির্ভর করে ক্রিকেটারদের মানের উপর। কেননা প্রতিদ্বন্দ্বিতা যদি সর্বোচ্চ মানের না হয়, তবে যথেচ্ছ খরচ করেও ক্রিকেটপ্রেমীদের মন জেতা মুশকিল। তারকা ক্রিকেটার না থাকলে বাণিজ্যিক দিক দিয়েও টুর্নামেন্ট সফল হওয়া কঠিন। অনামি ক্রিকটারদের অনেক টাকা দিলেও টুর্নামেন্টের মান বাড়বে না।
আইএল টি-২০’র সামনে যে সমস্যাগুলি দেখা গিয়েছে, তাদের মধ্যে প্রধান হল ক্রিকেটার পাওয়া। প্রাথমিক তালিকায় বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম রয়েছে। তবে শেষমেশ কতজনকে টুর্নামেন্টের জন্য পাওয়া যাবে, তা নিয়ে সংশয় রয়েছে বিস্তর।
আসলে ২০২৩-এর জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আমিরশাহির এই টি-২০ লিগ। সেই সময় রমরমিয়ে চলবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ। দক্ষিণ আফ্রিকার নতুন টি-২০ লিগও খেলা হবে সেই সময়েই। ফলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের তো বটেই, অন্যান্য দেশের প্রথমসারির আন্তর্জাতিক ক্রিকেটারদের আইএল টি-২০’তে দেখতে পাওয়া মুশকিল।
আরও পড়ুন:- ILT20: হইচই পড়ে গিয়েছে UAE-র নতুন টি-২০ লিগ নিয়ে, কবে শুরু, কারা খেলবে, কতজন বিদেশি, জেনে নিন খুঁটিনাটি
মইন আলির নাম যেমন আমিরশাহির লিগের প্রাথমিক তালিকায় রয়েছে, ঠিক তেমনই দক্ষিণ আফ্রিকার লিগের তালিকাতেও আছেন তিনি। তার উপর একই সময়ে দক্ষিণ আফ্রিকায় ইংল্যান্ডের ওয়ান ডে সিরিজও রয়েছে।
ডেভিড ওয়ার্নার প্রাথমিকভাবে আমিরশাহিতে খেলবেন বলে ঠিক করেছিলেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তিনি বিগ ব্যাশে মাঠে নামতে পারেন।
আরও পড়ুন:- Mumbai Indians: লোগো এক, জার্সির রংও একই, UAE ও দক্ষিণ আফ্রিকায় কোন নামে T20 লিগ খেলবে, জানিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স
তাছাড়া প্রাথমিক তালিকায় ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কোনও ক্রিকেটার নেই। বিসিসিআই অন্য লিগে ভারতীয় ক্রিকেটারদের খেলার অনুমতি দেবে না। পাকিস্তান ও বাংলাদেশেও ক্রিকেটারদের ছাড়বে না বলে খবর। যদি উপমহাদেশের তিন দেশের ক্রিকেটার মাঠে না নামে, তবে বাণিজ্যিকভাবে টুর্নামেন্ট সফল হওয়া মুশকিল।
For all the latest Sports News Click Here