অনাথ শিশুদের সঙ্গে সুশান্তের জন্মবার্ষিকী উদযাপন, কেক কেটে, গান গেয়ে পালন সারার
প্রায় আড়াই বছর কেটে গিয়েছে অভিনেতা সুশান্ত সিং রাজপুত নেই। ২১ জানুয়ারি, অভিনেতার জন্মবার্ষিকী। এই বিশেষ দিনে প্রয়াত অভিনেতাকে স্মরণ করে এক এনজিও-র শিশুদের সঙ্গে সময় কাটালেন অভিনেত্রী সারা আলি খান। কেক কাটলেন, খুদেদের সঙ্গে সুশান্তের জন্মদিনের গান গাইলেন। এ দিন সবুজ সালোয়ার পরে খুব সাধারণ লুকে ধরা দেন সারা।
এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন সারা আলি খান। সেখানে দেখা গিয়েছে, তিনি একটি এনজিওর বাচ্চাদের নিয়ে কেক কাটছেন, প্রয়াত অভিনেতার জন্মদিন উপলক্ষে গান গেয়েছেন। গোটা ভেন্যুটা বেলুন এবং রঙিন ফেস্টুনে সাজানো। আরও পড়ুন: সোনালি-সাদা শাড়িতে অপ্সরা জাহ্নবী, ছবি দেখে পাগল হয়ে উঠলেন চর্চিত প্রেমিক শিখর
ভিডিয়ো শেয়ার করে সারা লিখেছেন, ‘শুভ জন্মদিন সুশান্ত। আমি জানি অন্য কারও হাসি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর যখন তুমি আমাদের এভাবে দেখবে, তখন নতুন চাঁদ উঠবে। আশা করি আজ আমরা তোমাকে হাসাতে পেরেছি। জয় ভোলেনাথ।’ অভিনেত্রী আরও লিখেছেন, ‘তোমার মতো মানুষেরা এই বিশ্বটাকে আরও সুন্দর, নিরাপদ এবং খুশি করে তোলে। এভাবেই আনন্দ ছড়াতে থাকুক।’
বেঁচে থাকলে এ দিন ৩৭ বছরে পা দিতেন সুশান্ত সিং রাজপুত। সারার এই উদ্যোগকে বাহবা জানিয়েছেন নেটিজেনরা। কমেন্ট বক্সে এক নেটিজেনের মন্তব্য, ‘আপনাকে অনেক শক্তি। আপনার মতো মানুষেরাা মানবতার প্রতি আমাদের বিশ্বাস আরও দৃঢ় করে।’ অপর এক নেটিজেন লেখেন, ‘সারা তুমি খুব ভালো, সবসময় খেয়াল করি তোমার মুখে সুশান্তের প্রশংসা।’
‘কেদারনাথ’ ছবি দিয়েই বলিউডে অভিনয় সফর শুরু করেন সারা আলি খান। এই ছবিতে নায়িকার বিপরীতে ছিলেন সুশান্ত সিং রাজপুত। বক্স অফিসে কাঁপিয়ে ব্যবসা করেছিল এই ছবি। ২০১৩ সালে হওয়া উত্তরাখণ্ড বন্যার প্রেক্ষাপটেই তৈরি হয়েছে ‘কেদারনাথ’। এক মুসলিম পোর্টারের সঙ্গে হিন্দুযাত্রীর প্রেম নিয়েই এই সিনেমা। যাদের ভালোবাসা প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে।
২০২০ সালের জুন মাসে নিজের অ্যাপার্টমেন্টেই উদ্ধার হয় সুশান্তের দেহ। অভিনেতা মৃত্যরহস্যের জট এখনও খোলেনি চলছে তদন্ত। অভিনেতার মৃত্যুর পর সারা সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সুশান্তের সেই তথ্য উঠে এসেছিল। দুজনে একান্তে ছুটি কাটাতে বিদেশ গিয়েছিলেন।
উল্লেখ্য, সুশান্ত রহস্য মৃত্যুর পর মাদককাণ্ডে নাম জড়িয়েছিল সারা আলি খানের। সে সময় জেরায় সারা নাকি স্বীকারও করে নিয়েছিলেন তাঁর আর সুশান্তের সম্পর্কের কথা। যদিও তা বেশিদিনের ছিল না। বিচ্ছেদের কারণ ছিল সুশান্তের অন্য অভিনেত্রী (পড়ুন রিয়া চক্রবর্তী)র প্রেমে পড়া। এনসিবি সূত্রে খবর সুশান্তের সঙ্গে হওয়া বেশ কিছু চ্যাটও তাঁদের দেখিয়েছিলেন সারা আলি খান।
For all the latest entertainment News Click Here