অনস্ক্রিন ভাসুরের হাত ধরে বড়পর্দায় ডেবিউ রুকমার, নতুন সফরে ‘মাম্পি’র সঙ্গী কে?
সদ্যই মেগা সিরিয়ালে ফিরেছেন রুকমা রায়। জি বাংলার ‘লালকুঠি’তে দেখা যাচ্ছে তাঁকে। ‘দেশের মাটি’র মাম্পি এখন সবার চোখে অনামিকা। ‘লালকুঠি’র সম্প্রচার শুরুর তিনদিনের মাথাতেই বিরাট সুখবর দিলেন রুকমা। এবার বড়পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর। পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের হাত ধরে সিনেমায় পা রাখছেন রুকমা। তথাগতর সঙ্গে ‘দেশের মাটি’ ধরাাবাহিকে কাজ করেছেন রুকমা। সেখানে তথাগত ছিলেন তাঁর ভাসুর, এবার পালটে যাচ্ছে সম্পর্কের সমীকরণ। সহ-অভিনেতা নয় বরং পরিচালক-অভিনেত্রী হিসাবে জুটি বাঁধছেন তাঁরা।
টলিউডে ওয়ান শট ফিল্মের উদাহরণ নেই, তবে তথাগত ‘গোপনে মদ ছাড়ান’ হতে চলেছে ওয়ান শট ফিল্ম। হ্যাঁ, ‘গোপনে মদ ছাড়ান’ এটাই হবে রুকমার ডেবিউ ছবির নাম। রুকমা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহম মজুমদার, সৌম মুখোপাধ্যায়, ঋষভ বসু।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তথাগত এখন মন দিয়েছেন পরিচালনায়। মুক্তির অপেক্ষায় তাঁর ‘ভটভটি’, এর আগেই নতুন ছবির ঘোষণা সারলেন। ব্ল্যাক কমেডি ঘরানার ছবি এটি। এক রাতের গল্প। তিন বন্ধু- সোহম মজুমদার, সৌম্য মুখোপাধ্যায়, ঋষভ বসু। মদ থেকে আড্ডায় মশগুল তিনজনে, মদ ফুরিয়ে গেলে তার খোঁজে গভীর রাতে তিনজন ছোটে তিন দিকে। এরপরই ছবিতে বাকি চরিত্রের আগমন। পুরো ছবিটা সিঙ্গেল শটে নেওয়া হবে যা বাংলা ছবিতে প্রথম, এমনকি ভারতের ছবিতেও এর উদাহরণ খুবই বিরল।
এই ছবিতে পতিতার চরিত্রে দেখা যাবে রুকমা। পরিচালকের কথায়, ছবিতে রুকমার চরিত্রটি বেশ জোরালো। তিনি বলেই ফেললেন, ‘ছবিটা দেখলে বোঝা যাবে রুকমা নায়কোচিত চরিত্রে রয়েছে।’ জুন মাসে শ্যুটিং হবে এই ছবিটির।
For all the latest entertainment News Click Here