অনন্যা, সুহানা, শানায়ার একাল-সেকাল, রি-ক্রিয়েট করা এই ছবি তুমুল ভাইরাল
স্টার কিড সুহানা খান, অনন্যা পাণ্ডে এবং শানায়া কাপুর ছোট থেকেই খুব ভালো বন্ধু। একসঙ্গে খেলাধুলো করে বড় হয়েছেন তাঁরা। তাঁদের তিন পরিবারের সকলের মধ্যেও সুসম্পর্ক। প্রায়শই তাঁর পুরনো ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় ভাগ করে নেন। বেশ কয়েকটি পছন্দের মুহূর্ত এবং ছবি রয়েছে যা বারবার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তাঁরা।
ত্রয়ী সম্প্রতি তাঁদের শৈশবের পুরনো একটি ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় ভাগ করে নিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে তাঁরা তিনজন হাতে ওয়াটার গান নিয়ে পোজ দিয়েছেন। সঙ্গে এখনকার ছবি রি-ক্রিয়েট করে কোলাজ করা। সাদা টি-শার্টে অনন্যাকে সুন্দর দেখাচ্ছিল, সুহানা পোলকা ডট সহ একটি নীল পোশাক পরেছিলেন। অন্যদিকে শানায়া পরেছিলেন কালো পোশাক। তখনকার এবং এখনকার ছবি দিয়ে অনন্যা একটি জিআইএফ স্টিকার যোগ করেছেন যাতে লেখা ছিল, ‘সিস্টারস ফরএভার (চিরকাল)’। আরও পড়ুন: কী করে ওজন ঝরিয়ে একেবারে চাঙ্গা হলেন, সিক্রেট ফাঁস করলেন মিঠুন পুত্র মিমো
দেখুন সেই ছবি-
![<p>অনন্যার শেয়ার করা এখন-তখনের ছবি</p> <p>অনন্যার শেয়ার করা এখন-তখনের ছবি</p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/06/24/original/ananya-pandayyy_1687610643030.png)
অনন্যার শেয়ার করা এখন-তখনের ছবি
শাহরুখ খান ও গৌরী খানের মেয়ে সুহানা। অনন্যা চাঙ্কি পান্ডে এবং ভাবনা পান্ডের মেয়ে। অন্যদিকে শানায়া সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের মেয়ে। ২০১৯ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ারে’র মাধ্যমে বলিউডে ডেবিউ করেন অনন্যা। জোয়া আখতারের ‘দ্য আর্চিসে’র মাধ্যমে বলিউডে ডেবিউ করতে চলেছেন সুহানা। পাশাপাশি শানায়া কাপুরও করণ জোহরের ‘বেধড়ক’ দিয়ে বলিউডে অভিষেক করবেন।
ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছে এই স্টারকিডরা। অনন্যা ইতিমধ্যেই অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। শীঘ্রই অভিনয় কেরিয়ার শুরু করবেন সুহানা ও শানায়া। অনন্যাকে শেষ দেখা গিয়েছিল পুরী জগন্নাধের ‘লাইগার’-এ। বক্স অফিসে ফ্লপ করেছে এই ছবি। পরবর্তীতে করণের এই স্টুডেন্টকে দেখা যাবে ‘খো গ্যায়ে হাম কাহাঁ’ ছবিতে।
এক সাক্ষাৎকারে চাঙ্কি কন্যা জানিয়েছিলেন, তাঁরা তিন মাথা এক হলে কী কী নিয়ে আলোচনা করেন। অনন্যা জানিয়েছিলেন, ‘যখনই আমাদের দেখা হয়, আমাদের মধ্যে স্বাভাবিক আলোচনা হয়, ঠিক যেমন তিন বন্ধু যখন দেখা করে এবং কথা বলে। ব্যাপারটা এমন নয়, আমি বসে জ্ঞান দিই। আমার মনে হয়, আমি সেই জায়গায় এখনও পৌঁছাতে পারিনি। আমার ক্ষেত্রে, ওরা আমার সবথেকে ভালো বন্ধু, ওদের সঙ্গে খেলা করে আমি বড় হয়েছি। আমাদের সমীকরণ পাল্টাবে না।’
অভিনেত্রী আরও যোগ করেছেন, ‘আমি মনে করি না, ওরা আমাকে এক্ষেত্রে গুরুত্ব দেবে। আমার পরামর্শের প্রয়োজন হবে। আমরা একে অপরের কাছ থেকে শিখি এবং একে অপরকে সমানভাবে খেয়াল রাখি। আমার মনে হয় নিজেদের মধ্যে আমাদের কোনও পরিবর্তন হয়নি।’
For all the latest entertainment News Click Here