অনন্যার ভ্যানিটি ভ্যানে কার ছবি? ছোট থেকেই নাকি খুব ‘স্পেশাল’ তিনি
ছোট থেকেই অভিনেত্রী করিশ্মা কাপুরকে দেখে বড় হয়েছেন অনন্যা পাণ্ডে। বলিউডের উঠতি এই নায়িকার কথায়, করিশ্মার সাজ-পোশাক ফ্য়াশন, এমনকি প্রত্যেক শ্যুটিংয়ে তিনি এই বলিউড নায়িকার ছবি সঙ্গে রাখেন। অনন্যার ভ্যানিটি ভ্যানের দেওয়ালেও করিশ্মা কাপুরের ছবি টাঙানো রয়েছে। গেহরাইয়ান অভিনেত্রী বিশ্বাস করেন করিশ্মা ‘হিরো নং 1’, ‘ফিজা’ এবং ‘জুবেইদা’র মতো সিনেমায় একজন ট্রেন্ডসেটার ছিলেন।
রবিবার এফডিসিআই হুন্ডাই ইন্ডিয়া কউচার উইক (আইসিডব্লিউ) এর সাইডলাইনে পিটিআইকে অনন্যা বলেছেন, ‘আমি করিশ্মা কাপুরের সিনেমা দেখে বড় হয়েছি। আমার ভ্যানিটি ভ্যানের আয়নার দেয়ালে তাঁর একটি ছবি আটকে রেখেছি। আমি তাঁর ফ্যাশনকে ভালোবাসি। তিনি যেন সবসময় ট্রেন্ডসেটার। তাঁর থেকে বিশাল অনুপ্রেরণা পাই’। আরও পড়ুন: এই ছবির সেটে অপমানিত হয়ে কেঁদেছিলেন, এমনকী বলিউড ছাড়তে চেয়েছিলেন শাবানা
ফ্যাশন গালায় অনন্যা ডিজাইনার রিমঝিম দাদুর হয়ে হেঁটেছেন। অভিনেত্রী জানিয়েছেন, বাস্তব জীবনে ফ্যাশনকে খুব বেশি গুরুত্ব সহকারে নেন না তিনি। যখনই সিনেমার কথা ওঠে, কোনও চরিত্রে প্রবেশ করার ক্ষেত্রে পোশাক অনেকটা সাহায্য করে বলে মত অভিনেত্রীর।
অনন্যা বলেছেন, ‘ব্যক্তিগত জীবনে জিনিসটাকে খুব একটা সিরিয়াসলি নিই না। আমি যতটা সম্ভব আরামদায়ক পোশাক পরতে পছন্দ করি। আমি যা পছন্দ করি তাতে লেগে থাকি এবং মানুষের কথা খুব বেশি শুনি না। তবে একজন অভিনেতা হিসেবে আমি মনে করি এটা একটা বিশাল ভূমিকা পালন করে। আমি আসলে চরিত্রে প্রবেশ করতে পারি না যতক্ষণ না আমি আমার পোশাকে না থাকি। একটি আংটি বা একটি ইউনিফর্ম বা আমার চরিত্রের পরিধান হতে পারে যা তাত্ক্ষণিকভাবে আমাকে সেই অনুভূতিতে প্রবেশ করতে সাহায্য করে’।
প্রসঙ্গত, ‘ড্রিম গার্ল-২’ ছাড়াও জোয়া আখতারের আগামী ছবি ‘খো গ্যায়ে হাম কাহা’-তেও দেখা যাবে অনন্যাকে। যেখানে তাঁর বিপরীতে থাকবেন সিদ্ধান্ত চতুর্বেদী, আদর্শ গৌরব।
For all the latest entertainment News Click Here