অধিনায়ক ধোনির ‘রেকর্ড’ হাতছাড়া, অস্বস্তির নজির গড়লেন ‘বাচ্চা’ ক্যাপ্টেন শিখর
শুভব্রত মুখার্জি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের সিরিজ ডে সিরিজে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন শিখর ধাওয়ান। এক ক্যালেন্ডার বর্ষে ভারতের হয়ে সপ্তম অধিনায়ক। প্রথম একদিনের ম্যাচেই ক্যারিবিয়ান বাহিনীর বিরুদ্ধে ‘নার্ভাস নাইন্টিতে’ আউট হলেন ধাওয়ান। সঙ্গে ছাপিয়ে গেলেন ফেললেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। দ্বিতীয় ভারত অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে ‘নার্ভাস নাইন্টিতে’ আউট হলেন ধাওয়ান।
ওয়ানডে’তে ভারত অধিনায়কদের মধ্যে শতরানের দোরগোড়ায় সর্বাধিক রানে আউট হওয়ার নজির গড়লেন ধাওয়ান। ২০০৯ সালে ভারত অধিনায়ক হিসেবে ৯৪ রান করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারত অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে শতরানের দোরগোড়ায় আউট হওয়ার ক্ষেত্রে এতদিন এটাই ছিল সর্বোচ্চ স্কোর। তৃতীয় স্থানে আছেন মহম্মদ আজহারউদ্দিন। ১৯৯৮ সালে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছিলেন ৯৪ রান।
প্রসঙ্গত, ৩৬ বছর ২২৯ দিন বয়সে অর্ধশতরান করে প্রবীণতম ভারত অধিনায়ক হিসেবে অর্ধশতরান করার নজিরও গড়েছেন ধাওয়ান। তবে শতরান করা হয়নি শিখরের। মাত্র তিন রান দূরেই আউট হয়ে যান। মতি কানহাইয়ের বলে এদিন ব্রুকসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।
ধাওয়ানের ইনিংস সাজানো ছিল ১০ টি চার এবং তিনটি ছয়ে। ৯৭.৯৭ স্ট্রাইক রেটে ব্যাট করেন। শুভমন গিলকে নিয়ে ওপেন করেন। হিল ৫৩ বলে ৬৪ করেন তিনি। প্রথম উইকেটে গিলকে সঙ্গী করে শিখর জুটিতে তোলেন ১১৯ রান। দ্বিতীয় উইকেটে শ্রেয়স আইয়ারকে সঙ্গী করে জুটিতে তোলেন ৯৪ রান।
For all the latest Sports News Click Here