অধিনায়ক ওয়ার্নার? ধোঁয়াশা রাখলেন DC-র CEO, অনুমতি পেলে পন্তকে ডাগআউটে চাইছে টিম
মহিলা প্রিমিয়ার লিগে শুরুটা দুরন্ত করেছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচেই তারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৬০ রানে বড় জয় ছিনিয়ে নেয়। ডিসি এখন মহিলা টিমকে নিয়ে স্বপ্ন দেখছে।
এখনও পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি দিল্লি ক্যাপিটালস। এ বার দিল্লি মেয়েরা যদি মহিলা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে পারে, তবে তাঁরা নজির গড়ে ফেলবে। TimesofIndia.com-কে দিল্লি ক্যাপিটালসের চিফ এক্সিকিউটিভ অফিসার ধীরজ মলহোত্রা একান্ত সাক্ষাৎকারে বলেছেন, শিরোপা জয়ের আশায় রয়েছে তারা। সেই সঙ্গে তারা চাইছে, আইপিএলের সময়ে ঋষভ পন্তকে ডাগআউটে রাখতে।
উদ্বোধনী মহিলা প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের শিরোপা পাওয়ার সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে ধীরজ মলহোত্রা বলেছেন, ‘স্পষ্টতই সবাই ভালো করতে এবং জয়ের প্রত্যাশা করে। অভিজ্ঞ এবং প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে আমাদের একটি শক্তিশালী স্কোয়াড রয়েছে। সত্যি কথা বলতে, আমরা এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস পরিবার, ব্র্যান্ড তৈরির দিকে মনোনিবেশ করছি। খেলোয়াড়দের জন্য আমাদের ফ্র্যাঞ্চাইজি এবং আমাদের নীতি বোঝার এটি একটি দুর্দান্ত সুযোগ। আমরাও খেলোয়াড়দের জানার সুযোগ পাচ্ছি।’
আরও পড়ুন: ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে করতেই ভাংরা শুরু করে দিলেন জেমিমা- ভিডিয়ো
ঋষভ পন্ত দিল্লি ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ সদস্য ছিল। তিনি কি আইপিএ বারের এল শুরু হলে তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে উপস্থিত থাকবেন? এই প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিকল্পনাটা ভালো। তবে ডাগআউট সম্পূর্ণ ভাবে বিসিসিআই দ্বারা নিয়ন্ত্রিত। দেখা যাক, তারা ব্যতিক্রম কিছু করে কিনা। আমরা ওকে এমনিতে আসার জন্য অনুরোধ করব। তবে ও রিহ্যাবে আছে। সুতরাং, ওকে কতটা পাওয়া যাবে, তার উপরও নির্ভর করে। তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সম্পূর্ণ ফিট হয়ে ওর দলে ফিরে আসাটা। পন্টিং ইতিমধ্যেই বলেছেন যে, ওকে ড্রেসিংরুমে তিনি রাখতে চান। আমরা ওকে ডাগআউটে রাখতে চাই, কিন্তু সবটা নির্ভর করবে বিসিসিআই অনুমতি দেয় কি না, তার উপর।’
পন্তের অনুপস্থিতিতে কি ডেভিড ওয়ার্নার অধিনায়ক হবেন? এর উত্তরে ধীরজ মলহোত্রা বলেন, ‘শুধু ডেভিড ওয়ার্নার নয়, প্রত্যেকেই দলের গুরুত্বপূর্ণ সদস্য। ডেভিড আমাদের দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের একজন, তবে তিনি ছাড়াও আমাদের অন্যরাও আছে। সবাইকে বড় ভূমিকা পালন করতে হবে। আমি পুরো প্লেয়িং একাদশেরই নাম বলতে পারি এবং তাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
আরও পড়ুন: এই সব পিচে ব্যাট করা দুঃস্বপ্ন- কোহলির ফর্ম নিয়ে কথা উঠতেই যুক্তি সাজালেন পন্টিং
পৃথ্বী শ’-কে নিয়ে তাঁর দাবি, ‘আপনি যদি ওর পারফরম্যান্স দেখেন, তবে প্রতি বছর সত্যিই ও দুরন্ত খেলছে। গত মরশুমে ও আমাদের কয়েকটি ম্যাচ জিতিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক, ও অসুস্থ হয়ে পড়েছিল এবং আমি মনে করি, এটিই ওর কাছে বড় ধাক্কা ছিল। তবে আমি মনে করি যে, এই বছর ও আমাদের জন্য গেম-চেঞ্জার হবে। পাওয়ারপ্লেতে, ও যে ভাবে খেলে, সেটা বড় প্রভাব ফেলবে আমাদের খেলায়।’
দিল্লি ক্যাপিটালস টিমে এ বার কতটা ভারসাম্য রয়েছে, সেই বিষয়ে ধীরজ মলহোত্রা বলেছেন, ‘আমরা আমাদের ক্যাম্প শুরু করার জন্য অপেক্ষা করছি, যা এই মাসের মাঝামাঝি হবে। আমাদের দলে একটি সুন্দর ভারসাম্য রয়েছে। তার পর আমরা কোচদের সঙ্গে বসব এবং সিদ্ধান্তের ভিত্তিতে আমরা অধিনায়ক ঘোষণা করব। সবাই একত্রিত হলেই আমরা অধিনায়ক ঘোষণা করব। কিন্তু দেখুন ও (ওয়ার্নার) একজন সিনিয়র খেলোয়াড়, ও দীর্ঘ দিন ধরেই অস্ট্রেলিয়া ক্রিকেটে রয়েছে। ও এবং আরও কয়েক জন সিনিয়র খেলোয়াড় দলে আমাদের প্রধান থিঙ্ক ট্যাঙ্ক হবে।’
For all the latest Sports News Click Here