অধিনায়কত্ব না করতে পারলে ছেড়ে দিক- বাবরকে সমালোচনায় বিদ্ধ করলেন পাক প্রাক্তনী
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আর সেই ম্যাচেই শেষ বলে ভারতের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। এই হারের পর রীতিমতো তোলপাড় শুরু হয়েছে পাক ক্রিকেট মহলে। প্রাক্তন ক্রিকেটাররা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। সেই সঙ্গে অনেকেই আবার পাক অধিনায়ক বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। এমন কী বারের নেতৃত্ব ছাড়ার দাবি তুলেছেন, প্রাক্তন অধিনায়ক সেলিম মালিক।
আরও পড়ুন: নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিককে,অক্ষরের বদলে হয়তো যুজি
২৪ নিউজে সেলিম মালিক বলেছেন, ‘এটি একটি চাপের পরিস্থিতি ছিল এবং এমন পরিস্থিতিতে সিনিয়র খেলোয়াড়দের একটি বড় ভূমিকা রয়েছে। সে সময় যদি অধিনায়ক বুঝতে না পারেন বা মনে করেন যে তিনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, তা হলে বলতে পারেন, তিনি ভুল করছেন। তাই আমরা সব সময়ে বলি, একজন সিনিয়র খেলোয়াড়কে ফাস্ট বোলারের পাশে দাঁড়ানো উচিত, এত বছর পরেও যদি অধিনায়কত্ব করতে না পারেন, তা হলে উচিত ছেড়ে দেওয়া। একই ভুল বারবার করতে থাকলে অধিনায়কত্ব না করাই ভালো।’
শেষ ওভারে জয়ের জন্য ভারতের যখন ১৬ রান প্রয়োজন, তখন স্পিনার মহম্মদ নেওয়াজের হাতে বল তুলে দেন বাবর। পেসারদের কোটা শেষ হয়ে যাওয়ায় শেষ ওভারে স্পিনার আনা ছাড়া উপায়ও ছিল না তাঁর হাতে। তবে নওয়াজ অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি। স্পিনার কোটা আগে শেষ করে, কেন শেষ ওভারের জন্য পেসার রাখা হল না, সেই প্রশ্ন তুলেছেন প্রাক্তনরা। প্রত্যেকের দাবি, এটা বাবরের বড় ভুল ছিল।
আরও পড়ুন: নেদারল্যান্ডস ম্যাচের প্রস্তুতিতে কোহলি-রোহিতরা, অনুপস্থিত ৫ তারকা
পাকিস্তান প্রাক্তন তারকা ক্রিকেটার মহম্মদ হাফিজও যেমন বলেছেন, ‘ব্যাপারটা এখন এমন হয়ে দাঁড়িয়েছে, বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা যেন পাপের পর্যায়ে পড়ে। এ নিয়ে টানা তৃতীয় বড় ম্যাচে আমরা তার অধিনায়কত্বে খুঁত দেখলাম। কিন্তু আমরা শুনে আসছি, ৩২ বছর বয়সে আসতে আসতে সে শিখে ফেলবে। ম্যাচে ভারত যখন ৭ থেকে ১১ ওভারের মধ্যে প্রতি ওভারে ৪ রান করে নিতেও কষ্ট করছে, তখন বাবর স্পিনারদের কোটা শেষ করল না কেন?’
For all the latest Sports News Click Here