অধিনায়কত্বে ফিরলেন রাজার মতো কিং কোহলি, গড়লেন একাধিক নজির
শুভব্রত মুখার্জি: বৃহস্পতিবার চলতি আইপিএল -এর ম্যাচে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচে ২৪ রানের ব্যবধানে জিতেছে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই ম্যাচেই একাধিক নজির গড়েছেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে নজির গড়ার পাশাপাশি ভেঙেছেন একাধিক নজিরও। বৃহস্পতিবার দীর্ঘদিন বাদে মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে আরসিবির অধিনায়ক হিসেবে ফেরেন বিরাট কোহলি। আর ফিরেই গড়ে ফেললেন একাধিক নজির।
আরও পড়ুন… সাফল্য যেন মাথা ঘুরিয়ে না দেয়- রিঙ্কু সিংকে সতর্ক করলেন সুনীল গাভাসকর
এই মুহূর্তে বেশ ভালো ফর্মে রয়েছেন বিরাট কোহলি। আইপিএলে করছেন ধারাবাহিক পারফরম্যান্সও। তবে আরসিবির পারফরম্যান্স একেবারে ধারাবাহিক নয়। বেশ কয়েকটি ম্যাচে একেবারে শেষ পর্যায় পর্যন্ত লড়াই করেও হারতে হয়েছে তাদের। তবে মোহালিতে এর পুনরাবৃত্তি হল না। ২৪ রানে ম্যাচ জিতে চলতি আইপিএলের মরশুমে কিছুটা অক্সিজেন পেল আরসিবি। এ দিনের ম্যাচে দলের নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিকে ‘ইমপ্যাক্ট’ ক্রিকেটার হিসেবে ব্যবহার করা হয়। ফলে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন কোহলি। এদিনের ম্যাচে দুরন্ত ব্যাট করেন ফ্যাফ ডু’প্লেসি এবং বিরাট কোহলি দুজনেই।
আরও পড়ুন… PBKS vs RCB, IPL 2023: ১৫০ শেষ পঞ্জাবের ইনিংস, ২৪ রানে জিতল বিরাটের ব্যাঙ্গালোর
এদিন আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার নজির গড়লেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে অধিনায়ক হিসেবে প্রথম ব্যাটার হয়ে ৬৫০০ রান করারও নজির গড়েছেন তিনি। মাত্র ১৮৬ ইনিংস খেলে এই নজির গড়েছেন তিনি। পাশাপাশি শিখর ধাওয়ান এবং ডেভিড ওয়ার্নারের সঙ্গে এক এলিট লিস্টেও নিজের নাম তুলেছেন বিরাট। আইপিএলের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে ৬০০টি চার মারারও নজির গড়েছেন কোহলি। শিখর ধাওয়ানের ঝুলিতে এখনও পর্যন্ত রয়েছে ৭৩০ টি চার এবং ডেভিড ওয়ার্নারের ঝুলিতে রয়েছে ৬০৮ টি চার। তবে আরসিবির বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। কাঁধে তাঁর অল্প চোট রয়েছে। ম্যাচে কোহলি মাত্র ৪৭ বলে ৫৯ রান করেন। অন্যদিকে ফ্যাফ ডু’প্লেসি ৫৬ বলে করেন ৮৪ রান। ম্যাচে ২০ ওভারে ১৭৪ রান করে আরসিবি। ২৪ রানে এদিনের ম্যাচ জেতে তারা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here