অতীতের বোঝা বয়ে বেড়াচ্ছি না, তাই আমরা আলাদা- ঘুরিয়ে রোহিতদের হুমকি কামিন্সের
শুভব্রত মুখার্জি: নাগপুরে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। চার ম্যাচের টেস্ট সিরিজ এই দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করছে কোন দেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবে। দুই দল ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলেছে।
এই সিরিজ অজি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত তাদের লক্ষ্য ভারতের হাতে থাকা বর্ডার-গাভাসকার ট্রফি পুনরুদ্ধার করা। দ্বিতীয়ত ভারতের মাটিতে ২০০৪ সালের পর থেকে কোনও টেস্ট সিরিজ জিততে না পারার রেকর্ডটাও বদলাতে চাইবে তারা। এমন আবহে দাঁড়িয়ে অজি অধিনায়ক প্যাট কামিন্সের গলাতে শোনা গেল, আত্মবিশ্বাসের সুর। তাঁর স্পষ্ট বক্তব্য, এই অস্ট্রেলিয়া দল অতীতের কোনও ঝোঝা বয়ে বেড়ায় না।
আরও পড়ুন: সূর্যের অভিষেক হবে? শুভমন না রাহুল কে ওপেন করবেন? স্পিনার কারা?
সাংবাদিক সম্মেলনে কামিন্সকে প্রশ্ন করা হয়েছিল যে অতীতের রেজাল্ট কি তাঁদের মাথাতে বোঝা হয়ে রয়েছে ? যার উত্তরে কামিন্স বলেন, ‘না একেবারেই না। কারণ এই দলটা অতীতের অন্যান্য অজি দলের থেকে অনেকটাই আলাদা। অতীতে ভারতে এসে যে অজি দলগুলো খেলে গিয়েছে, এই দলের সঙ্গে তাঁদের বিস্তর ফারাক রয়েছে। কারণ আমরা কোনও জেতা বা হারার বোঝাকে সঙ্গী করে ঘুরে বেড়াচ্ছি না। আমরা জানি, ভারতে সফর করা একেবারেই সহজ কাজ নয়। এই সফর বেশ কঠিন একটা সফর। ভারত খুব ভালো একটি দল। বিশেষ করে ওরা যখন ঘরের মাটিতে খেলে তখন ওরা খুব বিপদজ্জনক। আমরা এই সিরিজ খেলতে মুখিয়ে রয়েছি। সকলেই খুব উত্তেজিত। আমরা আমাদের সেরাটা নিংড়ে দেব।’
আরও পড়ুন: নাগপুরে বিতর্কের কেন্দ্রে পিচ- কিউরেটরের উপরে ক্ষেপে লাল শান্ত স্বভাবের দ্রাবিড়
কামিন্সকে প্রশ্ন করা হয়েছিল, প্রথম ইনিংসের রান করাটা কতটা গুরুত্বপূর্ণ? কামিন্স বলেছেন, ‘হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি বিশেষ করে ভারতের ২২ গজে এটা বিশ্বের অন্য কোন জায়গার থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে প্রথম ইনিংসে লিডটাও খুব গুরুত্বপূর্ণ। আশা করব আমরা প্রথম ইনিংসে বড় রান করার উপায় এবং পথ খুঁজে পাব। বিশেষ করে পিচে যদি বল স্পিন করা শুরু করে তখন। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করাটা আরো কঠিন হমে যাবে।’
অজি মিডিয়াতে বাঁ-হাতি ব্যাটারদের সমস্যায় ফেলতে ভারত তাদের অফ স্ট্যাম্পের বাইরে পিচে রাফ রাখতে পারে বলে একটা অভিযোগ উঠেছে। যা নিয়ে কামিন্স বলেছেন, ‘সত্যি বলতে হ্যাঁ। এমন একটা সমস্যা রয়েছে। পিচটা বাঁ-হাতিদের ব্যাটিং এরিয়াতে বেশ শুকনো। আমরা জানি ওদের ডানহাতি পেসারদের কতটা লোড পিচের ওই জায়গাতে পড়তে চলেছে। হতেই পারে বাঁ-হাতি ব্যাটারদের অফ স্ট্যাম্পের বাইরে বেশ কিছু রাফ থাকতে পারে, যেখান থেকে স্পিনাররা সাহায্য পেতে পারে।’
For all the latest Sports News Click Here