‘অতটাও জানতাম না ওকে’, বিয়ের আগে আরশাদের সাক্ষাৎকার নিয়েছিলেন VJ স্ত্রী মারিয়া
১৯ এপ্রিল ৫৪ বছরে পা রাখলেন অভিনেতা আরশাদ ওয়ারসি। ১৯৯৯ সালে ভিজে মারিয়া গোরেটিকে বিয়ে করেন অভিনেতা। নব্বইয়ের দশকে এমটিভি শো-এ মারিয়াকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন আরশাদ। স্বামীর জন্মদিনে দশক পুরনো সেই ভিডিয়ো শেয়ার করেন মারিয়া।
এই ভিডিয়োর সময়কাল থেকেও একে অপরকে ডেটিং করতেন আরশান এবং মারিয়া। ১৯৯৬ সালে আরশাদের ডেবিউ ছবি ‘তেরে মেরে স্বাপ্নে’ মুক্তি পেয়েছিল। সেই নিয়ে কথা বলেছেন অভিনেতা। বক্স অফিস দারুণ সফল ছিল সেই ছবি। ছবিতে আরও অভিনয় করেছেন চন্দ্রচূর সিং, প্রিয়া গিল এবং সিমরান।
১৯৯১ সালে প্রথম পরিচয় হয় আরশাদ এবং মারিয়ার। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০০৮ সালে বলিস্পাইসের সঙ্গে এক সাক্ষাৎকারে আরশাদ মারিয়ার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেন, ‘আমাকে একটি নাচের প্রতিযোগিতার বিচার করার জন্য মালহারে আমন্ত্রণ জানানো হয়েছিল। যেখানে আমি সেন্ট অ্যান্ড্রু’স কলেজের একটি সুন্দর হাসির এই সুন্দরী মেয়েটিকে লক্ষ্য করেছি। প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ও। আমি ওর প্রেমে পড়েছিলাম। কিন্তু আমার কাছে যদি আমার তথ্যগুলো ঠিক থাকে, এটা প্রথম দেখায় প্রেম ছিল না।’
মারিয়া বলেছিলেন, ‘শোর পর আরশাদ আমার কাছে এসে জিজ্ঞেস করেছিল আমি তার নাচের দলে যোগ দিতে চাই কিনা, কিন্তু আমি প্রত্যাখ্যান করি। তিন মাস পর আমার এক কমন ফ্রেন্ডের মাধ্যমে তার সঙ্গে আমার দেখা হয়। আমরা ধীরে ধীরে বন্ধু হয়ে যাই। এমনকি ও আমাকে নিজের নাচের দলে যোগ দিতে রাজি করায়।’
১৯৯৩ সালের ‘রুপ কি রানি চোরন কা রাজা’র একটি গানে কোরিওগ্রাফার হিসাবে কাজ করার পর, আরশাদ ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেরে মেরে সাপ্নে’ দিয়ে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তিনি মুন্না ভাই সিরিজ, ইশকিয়া (২০১০), গোলমাল ফ্র্যাঞ্চাইজি, জলি এলএলবি (২০১৩), সেহার (২০০৫), বচ্চন পাণ্ডে (২০২২)-সহ একাধিক জনপ্রিয় বলিউড ছবিতে অভিনয় করেছেন।
For all the latest entertainment News Click Here