‘অটোটিউনে তো সলমন-অক্ষয়ও গান গাইছেন…’, বড় মন্তব্য অরিজিৎ সিং-এর
সলমন খান আর অরিজিৎ সিং-এর ঝগড়া কারওরই অজানা নয়। যা শুরু হয়েছিল ২০১৪ সালের এক অ্যাওয়ার্ড শো-তে। পরে তাই মারাত্মক আকার নেয়। এমনকী কিক, বজরঙ্গি ভাইজান-সহ একাধিক সিনেমা থেকে অরিজিতের গান বাদ দিয়ে দেন সলমন। এত বছর পর এসেও সলমনের কোনও ছবিতে পাওয়া যায় না অরিজিৎ সিং-এর গান। তবে, আপনি কি জানেন, এক চ্যাট শো-তে গিয়ে তরুণ বয়সে সলমনের ‘অটোটিউন’ ব্যবহার করে গান গাওয়া নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন অরিজিৎ নিজেও।
২০১৪ সালে সলমন খান একটি শো হোস্ট করছিলেন রীতেশ দেশমুখের সঙ্গে। তরুণ অরিজিৎ সেই সময় খুব ব্যস্ত ছিলেন একটি গানের এডিটিংয়ে। অ্যাওয়ার্ড নিতে কলকাতা থেকে সোজা উড়েছিলেন মুম্বইতে, ১২-১৩ ঘণ্টা টানা কাজের পর। এয়ারপোর্ট থেকে হোটেলেও যাননি তিনি। পায়ে স্লিপার, ক্যাজুয়াল শার্টেই সেদিন অ্যাওয়ার্ড নিতে মঞ্চে উঠেছিলেন। আর তাঁকে দেখে সলমন ঠাট্টা করে বলেছিলেন, ‘তুই বিজেতা?’ একটু অপমানিত হয়ে বা হয়তো ক্লান্তির চোটেই অরিজিৎ সেদিন বলে বসেছিলেন, ‘আপনারা ঘুম পাড়িয়ে দিয়েছেন’।
আর কী! ভাইজানকে চটাতে এইটুকুই যথেষ্ট। এতই বিরক্ত হন তিনি যে কিকের জন্য অরিজিতের রেকর্ড করা গান ছবি থেকে বাদ পড়ে। বজরঙ্গি ভাইজানের জন্য গান গাওয়ার কথা থাকলেও মানা করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখে সলমনের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ সিং। লিখেছিলেন, ‘সেদিন শো-তে আমার ওভাবে কথা বলা ভুল ছিল। আমি বুঝতে পেরেছি পরে। আমি এটির জন্য অত্যন্ত দুঃখিত বোধ করেছি কারণ আমি এবং আমার পরিবার দীর্ঘদিন ধরে আপনার ভক্ত। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আপনি বুঝতে পারেননি।’ অরিজিৎ লিখেছেন তিনি হাজার চেষ্টা করেও সলমনের সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চাইতে পারেননি। কারণ ভাইজান তাঁকে সেই সুয়োগই দেননি। যদিও সলমন বা অরিজিতের কেউই এই নিয়ে আর জলঘোলা করেননি। তবে হঠাৎই ভাইরাল তরুণ গায়কের করা একটি মন্তব্য।
Dএখানে সঞ্চালক অরিজিতের কাছে অটোটিউন নিয়ে প্রশ্ন করলে তিনি জবাবে বলেন, ‘অনেক ভালো গায়কই অটোটিউন নিয়ে বিরক্ত কারণ বাজে গায়করা এটা ব্যবহার করে গান গাইছে। আমার মনে হয় আপনি কীভাবে এটি ব্যবহার করছেন তা আসল।’ এরপর যখন তাঁর কাছে প্রশ্ন আসে, ‘অভিনেতারাও ব্যবহার করছে।’ তাতে অরিজিৎ জবাব দেন, ‘সলমন-অক্ষয়ও গান গাইছেন। যদিও ভালোই। আমার ভালো লাগে।’ যদিও অরিজিতের কথা শুনে সেখানে উপস্থিত অনেকেই বেশ জোরে হেসে ওঠে।
মন্তব্য বিভাগে অরিজিতের এক ভক্ত লিখেছেন, ‘ভুল তো কিছু বলেনি। আমার তো শুনে মনে হল না কোথাও কটাক্ষও করেছে। সত্যি কথা সহজ করে বলেছে।’ আরেকজন লেখেন, ‘অরিজিৎ একমাত্র সলমন খান চেয়েও যার ক্ষতি করতে পারেনি। এটাই অরিজিৎ সিং-এর পাওয়র।’
For all the latest entertainment News Click Here