অঝোরে কান্না অক্ষয়ের, এই আবেগঘন পুরনো ভিডিয়ো মন ছুঁলো সলমনের, কী ঘটেছিল
বলিউড বক্স অফিসে তিন খানের সঙ্গে সমান তালে টেক্কা দিয়ে আসছেন অভিনেতা অক্ষয় কুমার। খানেদের সঙ্গে পাল্লা দিয়ে নিজের জায়গা পাকা করেছেন তিনি। আসলে কঠোর পরিশ্রমই যে সাফল্যের চাবিকাঠি, তার বড়সড় উদাহরণ খিলাড়ি কুমার।
সলমন খানের সঙ্গে অক্ষয়ের সম্পর্কের সমীকরণ কেমন? সম্প্রতি সলমনের এক ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রাখলে সেই ঝলক মিলছে। অক্ষয় কুমারের অতীতের এক ভাইরাল ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন সলমন। সেই ভিডিয়ো ঝরঝর করে কাঁদতে দেখা গিয়েছে অক্ষয়কে।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে ঐশ্বর্যের জাল পাসপোর্ট উদ্ধার, প্রতারণা কাণ্ডে পুলিশের হাতে ধৃত ৩
ভিডিয়োতে বোন অলকা ভাটিয়া দাদা অক্ষয়ের উদ্দেশ্যে বলছেন, ছোট থেকে নিজের পরিবারকে অনেকটা সংগ্রাম করতে দেখেছে সে। প্রতিটা পদক্ষেপে পরিবারের পাশে ছিলেন অভিনেতা। বাবা চলে যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন অক্ষয়, সেই কারণে অভিনেতা দাদার কাছে সত্যিই তিনি কৃতজ্ঞ।
অলকা ভাটিয়া জানিয়েছেন, নিজের জন্য শেষ কবে তিনি শপিং করেছেন মনে নেই। কারণ অক্ষয় যখনই বাড়ি যায় বোনের জন্য প্রচুর জিনিস নিয়ে যায়। বোনের মুখে এ সব শুনে চোখে জল ধরে রাখতে পারেননি অভিনেতা।
ইনস্টাগ্রাম স্টোরিতে এই ভিডিয়ো শেয়ার করে সলমন লিখেছেন, ‘আমিও এমনই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, এটা সকলের সঙ্গে শেয়ার করা প্রয়োজন ছিল। ঈশ্বর তোমার মঙ্গল করুক আক্কি, সত্যি অনবদ্য, এটা দেখে খুব ভালো লাগল, এভাবেই কাজ করে যাও…।’ সলমনের শেয়ার করা এই স্টোরি দেখে পালটা ধন্যবাদ জানাতে ভোলেননি অক্ষয়।
সলমনের স্টোরি নিজের ইনস্টাগ্রান স্টোরিতে রি-শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘সত্যি তোমার মেসেজ আমার মন ছুঁয়ে গিয়েছে। সত্যি খুব ভালো লাগল সলমন। ঈশ্বর তোমার মঙ্গল করুক।’ নেটিজেনরা মুগ্ধ সলমন এবং অক্ষয়ের ইনস্টাগ্রাম স্টোরিতে বার্তালাপ দেখে।
সলমন এবং অক্ষয় এখনও পর্যন্ত দুটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন- মুজসে শাদি করোগি এবং জান-এ-মন। মুজসে শাদি করোগি (২০০৪) ডেভিড ধাওয়ান পরিচালিত একটি রোম্যান্টিক কমেডি। ছবিতে প্রিয়াঙ্কা চোপড়াও রয়েছেন। শিরিষ কুন্দর পরিচালিত জান-ই-মন (২০০৬), প্রীতি জিন্টাও ছবিতে অভিনয় করেছেন।
For all the latest entertainment News Click Here