অজি ব্যাটারদের কী ভাবে জব্দ করলেন? সিনেমার মিম ক্লিপে বোঝালেন অশ্বিন
শনিবার নাগপুরে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচে স্বাগতিক ভারত ইনিংস এবং ১৩২ রানে জয়ী হয়েছে। এই জয়ের পিছনে ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার বড় ভূমিকা রয়েছে। এই দুই স্পিনারের যৌথ প্রয়াসে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি অস্ট্রেলিয়ার ১৭৭ রানের জবাবে তাদের প্রথম ইনিংসে তৃতীয় দিন পর্যন্ত চারশো রান করে ছিল। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ৯১ রানে অলআউট করে দিয়েছিল ভারত। এই সময়ে অশ্বিন ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা এবং অ্যালেক্স ক্যারিকে আউট করে তাদের টপ এবং মিডল অর্ডারকে ভেঙে দিয়েছিলেন।
আরও পড়ুন… সৌভাগ্যবশত ওঁর মতন বোলিং পার্টনার পেয়েছি- জাদেজার প্রশংসায় অশ্বিন
মজার ব্যাপার হল, টেস্ট সিরিজ শুরুর আগেও প্যাট কামিন্সের নেতৃত্বাধীন সফরকারীরা ভারতের স্পিনারদের ব্যাপারে খুবই সতর্ক ছিল। উপমহাদেশীয় পরিস্থিতিতে স্পিনারদের বিপদ মোকাবেলায় তারা বিশেষ প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু তাদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও, অস্ট্রেলিয়ার সবচেয়ে খারাপ আশঙ্কা সত্য হয়েছিল কারণ অশ্বিন এবং জাদেজার জুটি মিলে ম্যাচে মোট ১৫টি উইকেট শিকার করেছিল। প্রথম ইনিংসে যদি রবীন্দ্র জাদেজা পাঁচ উইকেটে (৫/৪৭) নিয়ে রাজত্ব করছিলেন, অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ১২ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছিলেন অশ্বিন।
তাদের দুর্দান্ত পারফরম্যান্সের পরে, অশ্বিন ও জাদেজাকে নিয়ে একটি সিনেমা-অনুপ্রাণিত ভিডিয়ো মিম শেয়ার করা হয়েছে। যেটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে অশ্বিনও পছন্দ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি শেয়ার করার সময় রবিচন্দ্রন অশ্বিন তাঁর সতীর্থ জাদেজাকেও ট্যাগ করেছিলেন।
এদিকে জাদেজা ম্যাচে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। মোট সাত উইকেট শিকার করার পাশাপাশি, তিনি টিম ইন্ডিয়ার জন্য ৭০ রানও করেছিলেন। ম্যাচে তাঁর নবম টেস্ট সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে অধিনায়ক রোহিতও ম্যাচ জেতানো অবদানের সঙ্গে যোগ দেন। ভারতের অন্য স্পিনার এবং অলরাউন্ডার অক্ষর প্যাটেলও একটি দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। তিনি ম্যাচে একটি উইকেট তুলেছিলেন এবং ৮৪ রান করেছিলেন।
আরও পড়ুন… ICC Womens T20 World Cup 2023: মাত্র ৮৭ বলে ১৩৮ করে ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারাল ইংল্যান্ড
ম্যাচ শেষে জাদেজাকে নিয়ে কথা বলতে গিয়ে অশ্বিন জানান, ‘যদি এটা বলি আমি জাড্ডুর(জাদেজা) থেকে খুব বড় সাহায্য পেয়েছি তাহলেও সেটা কম বলা হয়ে যাবে। ও অনবদ্য ফর্মে রয়েছে। শেষ তিন বছরে যেভাবে ও ব্যাটিং এবং বোলিং করেছে সেটা আর আলাদা করে বলে দেওয়ার কোন প্রয়োজন নেই। আমাদের এটাও আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই যে ও ফিল্ডে কত তাড়াতাড়ি মুভ করতে পারে,অত ভালো ফিল্ডিং করে। দলের জন্য ও একজন অনবদ্য ক্রিকেটার।’ তিনি আরও যোগ করেন, ‘আমি সবসময় ধন্যবাদ জানাই, খুব সৌভাগ্যবান যে ওঁর মতন একজন বোলিং পার্টনার পেয়েছি। অক্ষরও কোন একজন সাধারণ বোলার নয়। ফলে এটা বলতেই পারি যে আমাদের হাতে খুব ভালো স্পিনারদের একটা সেট রয়েছে। আমরা সকলেই ব্যাটটাও করতে পারি।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here