অজি নেটে স্মিথকে নাকানিচোবানি খাওয়ালেন ‘ডুপ্লিকেট অশ্বিন’, নিজেই জানালেন মহেশ
অস্ট্রেলিয়া সব সময়ই বিভিন্ন পরিস্থিতিতে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মোকাবেলা করার উপায় খুঁজে বের করে, এবার তারা ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের স্পিনের বিরুদ্ধে খেলার উপায় খুঁজে পেয়েছে। এবার অজি দল রবিচন্দ্রন অশ্বিনের জন্য প্রস্তুতির পথ খুঁজে পেয়েছেন। মহেশ পিথিয়া, বরোদার একজন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের অনুরূপ অ্যাকশন করেন এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট দল আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির প্রস্তুতির জন্য আলুর, বেঙ্গালুরুতে নিজেদের অনুশীলন সেশনে তাঁকে দলে নিয়েছে।
অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট মহেশ সম্পর্কে দলের একজন সাইড-আর্ম বিশেষজ্ঞের মাধ্যমে জানতে পেরেছিল। এবং তারপরে ইনস্টাগ্রামে তাঁর বোলিং অ্যাকশন দেখেছিল। ৩১ জানুয়ারি ছিল যখন তারা মহেশকে নেটে বোলিং করার জন্য ডেকে পাঠায় এবং তার পরীক্ষা নেওয়া হয়েছিল। এরপরে এই অফ-স্পিনার স্টিভ স্মিথদের বোলিং করতে থাকেন। অনুশীলনের পরে মহেশ পিথিয়া স্পোর্টজ পয়েন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘তারা ইনস্টাগ্রামে আমার ভিডিয়োগুলি পরীক্ষা করে এবং আমাকে নেট বোলার হতে বলে। এরপরে তারা আমার পরীক্ষা নেওয়ার জন্য আমাকে ফোন করেছিল। আমি বললাম হ্যাঁ। আমি গত দুই দিন ধরে এখানে ছিলাম এবং আরও দুই দিন তাদেরকে বল করব।’ মহেশ আরও বলেন, ‘অ্যালেক্স কেরিই প্রথম ব্যাটার যাকে আমি বোলিং করেছি। এবং, তিনি নেটে আমায় খেলার পরে বলেছিলেন, ‘ভালো বল করছ অশ্বিন।’ এবং তারপরে তারা সকলেই আমাকে অশ্বিন বলে ডাকতে শুরু করেন।’
আরও পড়ুন… Davis Cup 2023: অগাস্ট হোলমগ্রেনকে হারিয়ে ভারতকে সমতায় ফেরালেন সুমিত নাগাল
মজার ব্যাপার হল মহেশ কখনও অশ্বিনের অ্যাকশন কপি করেননি। তার মতে, তিনি সবসময় এই অ্যাকশনেই বল করেন এবং তারপরে রবিচন্দ্রন অশ্বিনের বোলিং থেকে কিছু জিনিস তুলে নেন। মহেশ বলেন, ‘আমার সবসময় এই অ্যাকশন ছিল। তবে, হ্যাঁ, আমি কয়েকটি জিনিস তুলে নিয়েছি এবং সেগুলিতে কাজ করেছি। আমি যদি অশ্বিনের দক্ষতার অনুকরণ করতে পারি, তাহলে সেটা আমার জন্য দারুণ হবে।’
২১ বছর বয়সী বোলার অজি ব্যাটারদের কাছে বোলিং চালিয়ে যান এবং তারা অ্যাকশন এবং তার ধারাবাহিকতায় মুগ্ধ হয়েছিল। তবে, সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশটি ছিল যখন তিনি স্টিভ স্মিথকে দুইবার বোল্ড করেছিলেন এবং তাদের অনুশীলন সেশনে তাঁকে দুবার স্টাম্পড করেছিলেন। এমনকি স্মিথ তাঁকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কয়টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছেন এবং তিনি কোথা থেকে এসেছেন। তিনি বলেন, ‘ওরা আমার বিরুদ্ধে খেলে মনে করছে যেন ওরা অশ্বিনের মুখোমুখি হচ্ছে। আমি স্টিভ স্মিথকে দুবার বোল্ড করেছি এবং দুবার স্টাম্পডও করেছি। বিশ্বের সেরা ব্যাটারদের একজনকে বোলিং করাটা দারুণ লাগে এবং তাদের আউট করাটা একটা স্মৃতি।’
আরও পড়ুন… বাইশ গজে ঝড় তুললেন পোলার্ড, নাইট রাইডার্সকে হারিয়ে ILT20-র প্লে অফে MI
মহেশ এখন এই অজি দলের সঙ্গে নেট সেশন থেকে যতটা সম্ভব শিখতে চান। তিনি আগামী দিনেও অজি স্পিনারদের সঙ্গে কিছু কথা বলার অপেক্ষায় রয়েছেন। মহেশ পিথিয়া বলেন, ‘আমি তাঁর (ন্যাথন লিঁয়) সঙ্গে একটি কথা বলিনি, তবে আমার বোলিং সম্পর্কে তাঁর সঙ্গে কিছু কথা বলতে অবশ্যই পছন্দ করব।’ মাত্র একদিনে হঠাৎ করেই গোটা ক্রিকেট বিশ্ব খুঁজছে ‘কে মহেশ পিথিয়া?’ মহেশও এখন জানেন যে আগামী মরশুমে তিনি ভালো করতে পারলে নিজের জন্য নাম লেখার সুযোগ থাকবে। তবে তাঁর আগে, তিনি রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে দেখা করতে চান এবং মহান ব্যক্তির কাছ থেকে প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here