অজিদের ৪০০-৪২০-তে আটকাতে না পারলে ভারতের কিছু করার থাকবে না- সতর্ক করলেন কার্তিক
বুধবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনেই টিম ইন্ডিয়া একেবারে ব্যাকফুটে রয়েছে। কারণ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া রানের পাহাড় গড়ার পথে। প্রথম দিনের শেষে তিন উইকেট হারিয়ে ৩২৭ করে ফেলেছে অজিরা। ট্রেভিস হেড (১৪৬*) দুরন্ত ছন্দে সেঞ্চুরি করে ফেলেছেন, স্টিভ স্মিথও সেঞ্চুরির কাছাকাছি রয়েছে। তিনি ৯৫ করে অপরাজিত রয়েছেন।
তবে ভারত কিন্তু শুরুটা খারাপ করেনি। লাঞ্চের কিছুক্ষণের মধ্যে ৭৬ রানে অস্ট্রেলিয়ার তিন উইকেট ফেলে দেয় টিম ইন্ডিয়া। তবে হেড এবং স্মিথের ২৫১ রানের অপরাজিত পার্টনারশিপের হাত ধরে অস্ট্রেলিয়া দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৩২৭ রান করে ফেলে।
আরও পড়ুন: রোহিতের সমালোচনা মিলিয়ে দিল সৌরভ-শাস্ত্রীকে, দু’ জনেই ত্রুটি খুঁজে পেলেন ভারতের রণনীতিতে
লাল বলের ক্রিকেটে একদিনের ম্যাচের ভঙ্গিমায় খেলেন হেড। কঠিন সময় নেমে অনবদ্য ব্যাটিং। দিনের শেষে ১৫৬ বলে ১৪৬ রানে অপরাজিত থাকেন হেড। তাঁর ইনিংস সাজানো ২২টি চার এবং একটি ছয়ে। অন্য দিকের উইকেট আগলে রাখেন স্মিথ। মূলত হেডের পাল্টা আক্রমণের নীতিতেই চাপে পড়ে যায় ভারতের পেসাররা।
ভারতের তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিক কিন্তু দ্বিতীয় দিনের আগেই রোহিত শর্মা এবং তাঁর দলকে সতর্ক করে বলে দিয়েছেন, দ্বিতীয় দিনে ভারতকে যে কোনও মূল্যে প্রথমে উইকেট তুলে নিতে হবে এবং অস্ট্রেলিয়াকে ৪২০ রানের মধ্যে আটকাতেই হবে। তা না হলে কপালে দুঃখ থাকবে টিম ইন্ডিয়ার।
আরও পড়ুন: স্মিথের ছায়ার ব্যাট করার মজাই আলাদা- ঐতিহাসিক সেঞ্চুরির পরেও সতীর্থে মুগ্ধ হেড
কার্তিক ক্রিকবাজকে বলেছেন, ‘যদি ভারতকে খেলায় ফিরে আসতে হয়, কোনও ভুল করা চলবে না। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৩ উইকেট তুলে নেওয়ার একমাত্র সুযোগ রয়েছে। সেটা না করতে পারলে আমরা অনেকটাই পিছিয়ে পড়ব। আর এই ম্যাচে জেতার বদলে, ড্রয়ের পথে যেতে হবে। তা না হলে হারতে হবে। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ বেশ লম্বা। যদি ওদের ৪০০-৪২০-তে আটকানো না যায়, তবে ভারতের জন্য পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়বে।’ হেড এবং স্মিথ জুটিতে অস্ট্রেলিয়াকে ১০০, ২০০ এবং ৩০০ পার করিয়েছেন। এই জুটি দ্বিতীয় দিনের শুরুতেই না ভাঙলে কপালে দুঃখ আছে ভারতের।
এ দিকে বুধবার উইকেট দেখে বিভ্রান্ত হয়ে পড়েছিল ভারতীয় শিবির। সবুজ পিচ এবং মাথার ওপর মেঘলা আকাশ দেখে টেস্টের সেরা বোলার রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দিয়ে চার পেসার নিয়ে খেলতে নামে ভারত। একমাত্র স্পিনার রবীন্দ্র জাদেজা। ওভালে সকালের পরিবেশ এবং পরিস্থিতি দেখে টসে জেতা মাত্র তড়িঘড়ি বোলিং নেন রোহিত শর্মা। যে সিদ্ধান্ত দু’টোই বুমেরাং-ই হয়ে গিয়েছে।
For all the latest Sports News Click Here