অজিদের সামলাতে নেটে অ্যাটাকিং ব্যাটিং অনুশীলন করছেন রোহিত
বৃহস্পতিবারে নাগপুর স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগে প্রস্তুতিতে খামতি রাখতে চাইছে না কোনও দল। অস্ট্রেলিয়া ভারতের মাটিতে পা রাখার পরেই মহেশ পিথিয়ার বোলিংকে হাতিয়ার করে অশ্বিনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। অন্যদিকে ভারতও কোনও দিক থেকে পিছিয়ে নেই। ১০ জন ঘরোয়া স্পিন বোলারদের নিয়ে আসা হয়েছে অনুশীলনের জন্য।
স্পিনার সৌরভ কুমারকে নিয়ে নেটে বিভিন্ন শট খেলে ঝালিয়ে নিচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বাঁহাতি স্পিনার কুমারকে নির্দিষ্ট জায়গা দেখিয়ে সেখানে বল করতে বলছেন বিরাট। প্রথমবারের চেষ্টায় বিরাট শট মারতে ব্যর্থ হয়। ফের একই জায়গায় বল করতে বলেন তিনি। দ্বিতীয়বারের প্রচেষ্টায় জোরালো সুইপ শট খেলেন কোহলি। যা নেটে লোহার পোলে গিয়ে লাগে। জোরালো শব্দ হয়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কোহলি পাশের নেটে ব্যাট করা কিষাণের কাছে যান। সেখানে কিষাণ একই শট খেলেন।
কিষাণের শট দেখে বিরাট হেসে বলতে থাকেন, ‘দেখ তোমার সামনের পা কেমন ভাবে যাচ্ছে।’ দুজনে সেই সমস্যার সমাধান করে বিরাট কোহলি আবার নেটে ফিরে যান। যদিও তিনি আর রিভার্স সুইপ প্র্যাকটিস করেননি। বিভিন্ন শট খেলতে থাকেন। পাশের নেটে প্র্যাকটিস করা ইশানও সুইপ শট প্র্যাকটিস করেন। তার পিছনে থাকা কেএল রাহুল কয়েকটি প্যাডেল সুইপ খেলেন।
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা প্রায় সারাদিন ধরে অ্যাটাকিং খেলা অনুশীলন করেন। বিরাট এদিন যত সম্ভব মাটিতে বল খেলার চেষ্টা করেছেন। কিন্তু রোহিত বিরাটের বিপরীতে যান। চালিয়ে খেলতে থাকেন ভারত অধিনায়ক। তাঁর মারা একটি বল খুঁজে পাওয়া যায়নি। মহম্মদ সিরাজের সঙ্গে অনুশীলন করার পর তিনি স্পিনারদের বিরুদ্ধে খেলার ইচ্ছা প্রকাশ করেন। তবে রোহিতের ব্যাটিং দেখে এটা স্পষ্ট যে টার্নিং পিচে যদি বেশ ধরে খেলতে চান তাহলে আউট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই অ্যাটাকিং ক্রিকেট খেলার চিন্তা ভাবনা করেছেন ভারত অধিনায়ক।
For all the latest Sports News Click Here