অজয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জন, এর মাঝে শাহরুখের সঙ্গে কী করার শখ কাজলের মনে?
বলিউডের ১ নম্বর জুটি বললে প্রথমেই মাথায় আসে শাহরুখ খান আর কাজলের কথা। পর্দায় এই দুই অভিনেতা আসা মানেই ম্যাজিক। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, করণ অর্জুন, কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম, কাল হো না হো, কাভি অলবিদা না কহেনা, ওম শান্তি ওম, মাই নেম ইজ খান, দিলওয়ালে-র মতো একাধিক ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে শাহরুখ-কাজলকে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমার ‘তুম কেয়া মিলে’ গানটি। যেখানে শাহরুখ-কাজলের ম্যাজিকই রিক্রিয়েট করেছেন করণ জোহর। আর তা দেখে অনেকেই দাবি করছেন সিনেমাতে একটা অন্তত গানে কেমিও করানো উচিত ছিল শাহরুখ খান আর কাজলকে। কেউ কেউ তো ‘সুরজ হুয়া মধ্যম’, ‘গেরুয়া’ গান থেকে ফুটেজ কেটে নিয়ে ‘তুম কেয়া মিলে’-র সঙ্গে জুড়ে দিয়েছেন।
আপাতত কাজল ব্যস্ত রয়েছেন তাঁর ওটিটি শো ‘ট্রায়াল’ নিয়ে। সেই সময় তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি কোনওভাবে শিফন শাড়ি পরে বরফে নাচ করা মিস করছেন? তাতে নিজস্ব ঢঙে হাস্যরস ঢেলে কাজল প্রথমে জবাব দেন, ‘শীতে নয়। গরমে হলে কোনও সমস্যা নেই’। তারপর জানান, শাহরুখের সঙ্গে রোম্যান্টিক গানে নাচ করার সুযোগ পেলে খুশিই হতেন।
ট্রায়ালে কাজলের সঙ্গে দেখা গিয়েছে বাংলার যিশু সেনগুপ্ত। বছরখানেক ধরে একটু সিরিয়াস ছবিতেই কাজ করছেন অজয়-পত্নী। ট্রায়াল একটি কোর্টরুম ড্রামা। তাঁর চরিত্রের নাম নয়নিকা সেনগুপ্ত, যে একজন গৃহবধূ। আইনজীবী হিসেবে কাজে ফিরতে বাধ্য হয় যখন স্বামী (যিশু)-র কেলেঙ্কারির খবর বাইরে আসে ও তার জেল হয়। প্রথম দিকে কেরিয়ারে অনেক বাধা হলেও, ধীরে ধীরে কাজের জায়গায় নিজের পরিচিতি গড়ে। স্বামীর কেসও আসে কাজলেরই হাতে। নেবে কি সে সেই দায়িত্ব? ইতিমধ্যেই বেশ প্রশংসা পাচ্ছে ট্রায়াল।
তবে শাহরুখ-কাজলকে একসঙ্গে পর্দায় দেখার মজাই আলাদা। কাজলের এই সাক্ষাৎকারের পর নিসন্দেহে ভক্তমনে সেই শখ আরও জাঁকিয়ে বসবে। তবে শাহরুখের হাতে পরপর কাজ রয়েছে। প্রথমে জাওয়ান, তারপর ডাঙ্কির মুক্তি। তারপর সলমন খানের ‘টাইগার ৩’-তেও কেমিও করার কথা রয়েছে তাঁর। তাই হয়তো শাহরুখ-কাজলকে নিয়ে নতুন করে ছবির কথা ভাবা হলেও, খুব জলদিই তা হচ্ছে না।
For all the latest entertainment News Click Here