অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘বিয়ে’র আসরে ‘নিতবর’ প্রসেনজিৎ-পুত্র! জমে গেল ‘লাভ ম্যারেজ’
নতুন বাংলা বছর শুরুর ঠিক আগের দিন মুক্তি পেয়েছে তিনটি বাংলা ছবি। যার অন্যতম অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘লাভ ম্যারেজ’। দক্ষিণ কলকাতার এক ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিনে শুক্রবার রাতে বসেছিল ছবির স্পেশ্যাল স্ক্রিনিং। আর সেই আসরেই বিশেষ চমক প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ।
‘লাভ ম্যারেজ’-এর সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘শেষ পাতা’। সেই ছবিরও বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল এদিন। তবে বাবার ছবির স্ক্রিনিংয়ে নয়, ঘনিষ্ঠ দুই মানুষ অঙ্কুশ-ঐন্দ্রিলার খুশিতে শামিল ঝিনুক। টুকটুকে লাল পাঞ্জাবিতে এদিন দেখা মিলল ঐন্দ্রিলার ‘নিতবর’-এর। হ্যাঁ, ইনস্টাগ্রাম লাইভে সকলের সঙ্গে এইভাবেই তৃষাণজিতের আলাপ করালেন ঐন্দ্রিলা। সকলের পরনেরই খাঁটি বাঙালি সাজ। ঘোড়ার গাড়িতে চড়ে নাচতে নাচতে থিয়েটারে হাজির সকলে।
ঐন্দ্রিলার পরনে লাল ডিপনেকের ব্লাউজ, সঙ্গে সাদা রঙা জামদানি। লাল পাঞ্জাবিতে সেজেছেন অঙ্কুশ। পাশে দাঁড়ানো তৃষাণজিতকে দেখিয়ে ঐন্দ্রিলা বলেন, ‘এই যো আমার নিতবর, আর এ পাশে আমার বর অথবা ভাই (অঙ্কুশ) ঠিক জানি না’। আজকাল টলিপাড়ার বিভিন্ন অনুষ্ঠানে দেখা মিলছে তৃষাণজিতের। বাবার ছবির গানের লঞ্চ অনুষ্ঠান হোক বা ফিল্মি পার্টি সর্বত্রই লাইমলাইট কাড়ছেন তৃষাণজিৎ। এইভাবেই কি একটু একটু করে নিজেকে টলিউডের জন্য তৈরি করছেন প্রসেনজিৎ-অর্পিতা পুত্র? অভিনেতাও ইঙ্গিত দিয়েছেন বছর দুয়েক পর টলিউড ডেবিউ করতে পারে তৃষাণজিৎ, আপতত চলবে ট্রেনিং পর্ব।
এমনিতে অঙ্কুশ-ঐন্দ্রিলার সঙ্গে দারুণ ভাব এই তারকা পুত্রের। চলতি বছরের গোটার দিতেই তৃষাণজিতের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলারা। সেখানে ডান্স ফ্লোরে ঝড় তুলতে দেখা গিয়েছে তিনজনকে।
‘লাভ ম্যারেজ’ পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রেমেন্দু বিকাশ চাকী। ছবিতে অঙ্কুশ-ঐন্দ্রিলার পাশাপাশি দেখা মিলবে অপরাজিত আঢ্য ও রঞ্জিত মল্লিককের। এদিন অঙ্কুশ-ঐন্দ্রিলাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন দেব-প্রসেনজিৎ-বিক্রমরাও। প্রসেনজিৎ স্পষ্ট জানালেন, ‘লাভ ম্যারেজের সঙ্গে শেষ পাতার কোনও কম্পিটিশন নেই। দুটো একদম অন্য ধরণের ছবি। অঙ্কুশ-ঐন্দ্রিলা আমার খুব কাছের মানুষ। আমার নিজের ছবির স্ক্রিনিং ছিল, সেখান থেকেই আমি এখানে আসছি। তা ছাড়া আমার কাছে এই ছবির অন্যতম আকর্ষণ রঞ্জিতদা। অনেকদিন পর ওঁনাকে স্ক্রিনে দেখতে আগ্রহী… পর্দার পর এবার বাস্তবে ওদের বিয়েটা কবে হয় সেটাই জানতে চাই’।
ছবির প্রচার চলাকালীন অঙ্কুশকে বলতে শোনা গিয়েছে এই বছরই আইনি বিয়েটা সেরে ফেললেন দুজনে। সেই শুভদিন কবে আসে সেটাই দেখার!
For all the latest entertainment News Click Here