অগস্ত্য-সুহানার প্রেমে ঘি! শাহরুখের মেয়ের বিজ্ঞাপনে মন্তব্য হবু শাশুড়ি শ্বেতার
বলিউডে পা রেখেছেন শাহরুখ কন্যা সুহানা খান সবেমাত্র। প্রথম সিনেমা এখনও মুক্তি পায়নি। তাঁর আগেই বড় সাফল্য এল তাঁর ঝুলিতে। নামী প্রসাধনী সংস্থা মেবলিনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন তিনি। যা দেখে ইতিমধ্যেই কপাল কুঁচকেছে ট্রোলাররা। তবে খান পরিবার কিন্তু দরাজ গলায় করছে মেয়ের প্রশংসা। এমনকী, শাহরুখ-কন্যার প্রশংসা করেছেন তাঁর চর্চিত প্রেমিক অগস্ত্য নন্দার মা শ্বেতা বচ্চন নন্দাও।
বিজ্ঞাপনটিতে অনন্যা বিড়লা এবং একশা কেরুং-এর সঙ্গে সুহানাকে দেখা যাচ্ছে। পিভি সিন্ধুও এই প্রচারণার একটি অংশ। ভিডিয়োটি শেয়ার করে সুহানা ক্যাপশনে লিখেছেন, ‘মেবলিন নিউইয়র্কের নতুন মুখ হতে পেরে এবং এই আশ্চর্যজনক মহিলাদের সঙ্গে স্থান ভাগ করে নিতে পেরে রোমাঞ্চিত! @ananyabirla @ekshakerungofficial & @pvsindhu1।’ আরও পড়ুন: টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম শাহরুখের! শুনে গদগদ দীপিকা
আর এই পোস্টের কমেন্ট সেকশনে গৌরী খান লিখেছেন, ‘আমি এখনই এই মাসকারাটা চাই!!!!!!’ আর অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন লিখলেন, ‘ভালোবাসি!!! এটা অসাধারণ’। সুহানার কাজিন আলিয়া ছিব্বা বলেছেন, ‘ওএমজি বিগ সিস’। ‘দ্য আর্চিস’-এর সহ-অভিনেতা তারা শর্মা লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে! অনেক অভিনন্দন।’
শাহরুখ ও গৌরী খানের একমাত্র মেয়ে সুহানা। বড় দাদা আরিয়ান ও ভাই আব্রাম। বোনের মতো আরিয়ানও খুব জলদি পা রাখবে বলিউডে। যদিও অভিনেতা হিসেবে ক্যামেরার সামনে নয়, বরং পরিচালক হওয়ার স্বপ্ন শাহরুখের ছেলের দুই চোখে।
কয়েকমাস পরেই সুহানাকে দেখা যাবে নেটফ্লিক্সের সিনেমায় জোয়া আখতারের পরিচালনায় ‘দ্য অর্চিস’-এ। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করবেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর এবং অমিতাভের নাতি ও শ্বেতা বচ্চনের ছেলে অগস্ত্য নন্দা। খবর, এই অগস্ত্যর সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়েছেন সুহানা। গত বছর কাপুর পরিবারের বড়দিনের মধ্যাহ্নভোজে সুহানা গিয়েছিলেন অগস্ত্যকে সঙ্গে নিয়ে। তারপরেও বেশ কয়েকবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে।
প্রসঙ্গত, সুহানার সাফল্যে খুশি পাপা শাহরুখ খানও। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে পাঠান-তারকা লিখেছেন, ‘মেবিলিনের জন্য অনেক অভিনন্দন বাচ্চা। কী সুন্দর পোশাক… কী সুন্দরভাবে নিজেকে উপস্থান করলে আর যদি আমাকেও কিছু কৃতিত্ব দেওয়া হয় এত সুন্দরভাবে তোমাকে বড় করার জন্য! লাল পোশাকে আমার ছোট্ট সোনা মা, অনেক ভালোবাসা’।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here