‘অখিলের হাতে হেনস্থার শিকার’,ভুয়ো খবর রটতেই রেগে আগুন উর্বশী! নিলেন কড়া পদক্ষেপ
সাংবাদিককে আইনি নোটিশ উর্বশী রাউতেলার (Urvashi Rautela)। নায়িকাকে নিয়ে ভুয়ো ও ভিত্তিহীন খবর প্রচার করায় চটলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে উমের সান্ধু নামের ওই সাংবাদিকের ‘ভুয়ো’ টুইটও শেয়ার করে নেন ‘সনম রে’ নায়িকা।
টুইটে উমের দাবি করেছিলেন অভিনেতা অখিল আক্কেনেনি (Akhil Akkineni) ইউরোপে ‘এজেন্ট’ ছবির এক গানের শ্যুটিং চলাকালীন উর্বশীকে হেনস্থা করেছেন। এখানেই শেষ নয়, উর্বশী নাকি নিজে জানিয়েছেন আখিল খুব ‘ছেলেমানুষ’ এবং তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে অসুবিধায় পড়ছেন উর্বশী। এই গোটা টুইটকেই ‘ফেক নিউজ’ বলে জানান নায়িকা। প্রসঙ্গত, নাগার্জুনের পুত্র অখিল আক্কেনেনি দক্ষিণী ছবির অতি পরিচিত মুখ।
ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়ে উর্বশী লেখেন, ‘মানহানির আইনি নোটিশ পাঠিয়েছে আমার লিগ্যাল টিম। অত্য়ন্ত অসন্তুষ্ট আপনার মতো অশালীন সাংবাদিকের এই কাজে। মিথ্যা এবং হাস্যকর একটা টুইট। আপনি তো আর আমার মুখপাত্র নন। আদতে আপনি নিজে খুব অপরিণত সাংবাদিক, আপনার জন্য আমাকে এবং আমার পরিবারকে খুব অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে’।
ফ্যানেরা নায়িকাকে আশ্বস্ত করে বলেন, এই সব টুইটকে বিশেষ পাত্তা না দিতে। সকলে তাঁর পাশে রয়েছেন, বলে জানান অনুরাগীরা। একজন লেখেন, ‘নিন্দকরা এইসব ভুলভাল খবর রটিয়ে তোমার ভাবমূর্তি নষ্টের চেষ্টা করে, তবে আমরা তোমার সাথে আছি’। নিন্দকরা অবশ্য নায়িকাকে বিঁধতে ছাড়েননি। একজন লেখেন, ‘ম্য়াম, আপনার সঙ্গেই এত বিতর্ক কেন হয়? আপনি বোধহয় একটু বেশিই ফেমাস’।
কুয়েতের বাসিন্দা উমের সান্ধু। বলিউড তারকাদের নিয়ে মাঝেমধ্যেই বিস্ফোরক টুইট করে থাকেন উমের। এখনও পর্যন্ত উর্বশীর লিগ্যাল নোটিশ সংক্রান্ত পোস্টের জবাব দেননি উমের।
এই বছরই তেলুগু ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু করেছেন উর্বশী। বীরেয়া-র পর আরও দুটি তেলুগু ছবির শ্যুটিং করছেন তিনি, যার মধ্যে একটির নাম ‘দ্য ফিউচার ব্ল্যাক রোজ’। চলতি মাসেই মুক্তি পাবে ‘এজেন্ট’। এই স্পাই থ্রিলারে অখিল-উর্বশীর রসায়নের ঝলক আগেই নজর কেড়েছে। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছে ভক্কানথম ভামসি।
ঋষভ পন্তকে ঘিরে গত কয়েক মাস ধরেই বিতর্কে রয়েছেন উর্বশী রাউতেলা। চলতি সপ্তাহের শুরুতেও দিল্লিতে আইপিএল ম্য়াচ দেখতে গিয়ে বিতর্কিত স্টেটাস দিয়ে ট্রোলড হয়েছিলেন উর্বশী। ‘মনের ক্ষত’ সারতে সময় লাগে এমনটা জানিয়ে প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। এবার ‘এজেন্ট’কে ঘিরে নতুন করে চর্চায় উর্বশী।
For all the latest entertainment News Click Here