অক্ষয় ও কপিলের মধ্যে ‘অল ইজ ওয়েল’, ‘ভুল বোঝাবুঝি’ মিটিয়ে ফেলেছেন কমেডি-তারকা
অক্ষয় কুমার এবং কপিল শর্মার বন্ধুত্বের কথা কারও অজানা নয়। কপিলকে নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করেন খিলাড়ি। অন্যদিকে, নেটপাড়ায় অক্ষয়ের পিছনে লাগলেও তিনি যে দারুণ ভালোবাসেন বলি-তারকাকে, একথা নিজের মুখেই বহুবার জানিয়েছেন কপিল নিজেই। সম্প্রতি, শোনা গিয়েছিল কপিলের এক কীর্তিতে গোঁসা হয়েছেন অক্ষয়। আর তার তীব্রতা এতটাই যে নিজের আগামী ছবি ‘বচ্চন পাণ্ডে’-র প্রচার সারতে কপিলের শো-তে আসবেন না বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। গত কয়েকদিন ধরে এই খবরে সরগরম ছিল নেটপাড়া। তবে সদ্য একটি টুইটের মাধ্যমে কপিল জানিয়েছেন, অক্ষয়ের সঙ্গে তাঁর যাবতীয় সব সমস্যা তিনি মিটিয়ে ফেলেছেন।
সেই টুইটে নিজের ফলোয়ার্সদের উদ্দেশে কপিল লিখেছেন, ‘ গত কয়েকদিন ধরে অক্ষয় ও আমাকে নিয়ে চলা সমস্ত খবর আমার নজরে এসেছে। আপনাদের জানিয়ে রাখি অক্ষয়ের সঙ্গে এইমাত্র আমার কথা হয়েছে। সব ভুল বোঝাবুঝি মিতে গিয়েছে। অক্ষয় আমার বড় দাদা আর তাই আমার উপর রাগ করে থাকতে পারেন না। খুব তাড়াতাড়ি আমার শো-তে ‘বচ্চন পাণ্ডে’-র প্রচার সারতে আসছেন উনি! ধন্যবাদ।’
হিদুস্থান টাইমস-এর তরফেই এর আগে জানানো হয়েছিল ‘আতরঙ্গি রে’ ছবির প্রচার সারতে অক্ষয় যখন কপিলের শো-তে এসেছিলেন তখন সেই পর্বের একটি বিশেষ দৃশ্য যেন সম্প্রচার না হয়, সেই অনুরোধ করেছিলেন অক্ষয়। পরবর্তী সময়ে পর্বে ওই দৃশ্য না রাখলেও নেটপাড়ায় শো কর্তৃপক্ষের তরফে ওই সিকোয়েন্সটি আপলোড করে দেওয়া হয়। যেই ভিডিয়ো ক্লিপ থেকে এই ঝামেলার সূত্রপাত, সেখানে দেখা যাচ্ছে কপিল অক্ষয়কে জিজ্ঞেস করছেন বলি-তারকা একবার এক ‘বিখ্যাত ব্যক্তিত্ব’-র সাক্ষাৎকার নিয়েছিলেন, সেই ব্যাপারে।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকারে নিয়েছিলেন অক্ষয় কুমার। কপিলের ইঙ্গিত যে সেইদিকেই ছিল, তা বলার জন্য কোনও পুরস্কার নেই। এ প্রসঙ্গে অক্ষয় ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছিলেন যে এরপর অক্ষয় নিজে চ্যানেল কর্তৃপক্ষকে অনুরোধ জানান যে এই দৃশ্যটির সম্প্রচার যেন না করা হয়। কারণ হিসেবে ‘খিলাড়ি’ জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর ব্যাপারে হালকা চালে কথা বলা হয়েছে, যা মোটেই কাম্য নয়, তাই।
For all the latest entertainment News Click Here